বিপিএলে সেঞ্চুরি হাঁকিয়ে পিএসএলে লিটন
লম্বা সময় ধরে অফফর্মে ছিলেন জাতীয় দলের ব্যাটার লিটন দাস। যার ফলশ্রুতিতে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দলেও তাকে রাখেনি নির্বাচকরা। দল থেকে বাদ পড়ার দিনই বিপিএলে খেলেন ১২৫ রানের অবিশ্বাস্য এক ইনিংস। সেই ইনিংসের পুরস্কার পেলেন ডানহাতি এই ব্যাটার। পিএসএলে লিটনকে দলে নিয়েছে করাচি কিংস।
আজ সোমবার (১৩ জানুয়ারি) লাহোর ফোর্টে অনুষ্ঠিত চলছে পাকিস্তান সুপার লিগের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফট। পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি নাম দিয়েছেন ৫১০ জন বিদেশি ক্রিকেটার। যেখানে বাংলাদেশেরও ৩৯ ক্রিকেটার নাম দিয়েছেন।
প্রথম দফায় দল না পেলেও দ্বিতীয় দফায় দল পেয়েছেন লিটন। সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। লিটন খেলবেন করাচি কিংসের হয়ে। লেগস্পিনার রিশাদ হোসেনকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। দুজনই সিলভার ক্যাটাগরিতে। লিটনের আগে দল পেয়েছেন জাতীয় দলের পেসার নাহিদ রানা। বাবর আজমের পেশাওয়ার জালমিতে খেলবেন তিনি।
লাহোরে রিশাদ এবার সতীর্থ হিসেবে পাচ্ছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, শ্রীলঙ্কার কুশল পেরেরা, পাকিস্তানের আসিফ আলী ও আসিফ আফ্রিদিকে। এ ছাড়া শাহীন আফ্রিদি ও ফখর জামানের মতো তারকাকে ধরে রেখেছে লাহোর।
নাহিদ-লিটন দল পেলেও মুস্তাফিজ-সাকিবদের মতো আইপিএল মাতানো তারকাদের নিয়ে কোনো ফ্র্যাঞ্চাইজ আগ্রহ দেখায়নি। গোল্ড ক্যাটাগরি থেকে নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমনের মতো ক্রিকেটারের কেউই দল পাননি।