অবশেষে সেরি আয় প্রথম জয় পেল জুভেন্টাস
নিজেদের ঘরোয়া লিগ সেরি আয় হতাশা দিয়ে শুরু হয় জুভেন্টাসের। প্রথম চার ম্যাচের একটিতেও জয় মেলেনি। দুটিতে ড্র করেছে বাকি দুটিতে হেরেছে তুরিনের ক্লাবটি। চার ম্যাচ পর অবশেষে স্বস্তি ফিরল জুভেন্টাসে। স্পেৎসিয়ার বিপক্ষে সেরি আয় প্রথম জয় তুলে নিয়েছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।
প্রতিপক্ষের মাঠে গতকাল বুধবার ম্যাচটিতে স্পেৎসিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস। দলের হয়ে জালের দেখা পেয়েছেন মোইজে কিন, চিয়েসা ও মাটাইস ডি লিখট। আর, প্রতিপক্ষের হয়ে গোল করেছেন এমানুয়েল জিয়াসি ও আঁতিস্তে।
এদিন ম্যাচে ৬০ শতাংশ সময় বল দখলে রেখে মোট ২৬টি শট নেয় জুভেন্টাস, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে যাওয়ার মতো। স্পেৎসিয়ার ১০ শটের পাঁচটি ছিল লক্ষ্যে যাওয়ার মতো।
এদিন ম্যাচের ২৮তম মিনিটে এগিয়ে নেন দলকে মোইজে কিন। আদ্রিওঁ রাবিওর হেড পাসে ডি-বক্সের সামনে একজনের বাধা এড়িয়ে নিচু শটে গোলটি করেন তিনি। তবে স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। পাঁচ মিনিট পরেই সমতায় ফেরে স্বাগতিকেরা। দলকে গোল এনে দেন এমানুয়েল জিয়াসি।
এরপর দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে জুভেন্টাস। তবে, কোনো অঘটন হয়নি। শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে দুটি গোল করে দলকে স্বস্তির জয় উপহার দেন চিয়েসা ও দি লিখট।
চলতি লিগে ৫ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে গত আসরের চ্যাম্পিয়ন ইন্টার মিলান। একটি করে ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাপোলি। ১০ পয়েন্ট নিয়ে তিনে আছে এসি মিলান। ৫ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে জুভেন্টাস।