যে কারণে ১০ পয়েন্ট হারিয়েছে জুভেন্টাস
মড়ার উপর খাঁড়ার ঘা বোধহয় একেই বলে। এমনিতেই লিগ শিরোপা হারিয়েছে জুভেন্টাস, তার ওপর কাটা গেল ১০ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তারা দ্বিতীয় থেকে এখন নেমে গেছে সাতে। দলবদলের চুক্তি ও আর্থিক মিথ্যাচারের দায়ে এই শাস্তি পেল তুরিনের ক্লাবটি। এতে অনিশ্চিত হয়ে পড়েছে আগামী মৌসুমে তাদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ। এমন খবরই জানিয়েছে সংবাদমাধ্যম গোল ডটকম।
ফুটবল বিষয়ক জনপ্রিয় এই ওয়েবসাইটে আজ মঙ্গলবার (২৩ মে) প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, ইতালিয়ান সিরি আর দলবদলের চুক্তির নীতি ভঙ্গ ও অর্থ নিয়ে মিথ্যাচার করায় জুভেন্টাসের ১০ পয়েন্ট কাটা হয়। ইতালির সর্বোচ্চ ক্রীড়া আদালত বা স্পোর্টস ইন্টারন্যাশনাল গ্যারান্টি বোর্ড (এফআইজিসি) গতকাল এই রায় দেয়।
গত জানুয়ারিতে এফআইজিসি সিদ্ধান্ত নিয়েছিল জুভেন্টাসের ১৫ পয়েন্ট কাটার। এর পরিবর্তে ক্লাব কর্তৃপক্ষ আপিল করেছিল। কিন্তু শেষমেশ রায় আসে ১০ পয়েন্ট কাটার। যাতে এক লাফে দুই থেকে সাতে নেমে গেছে তারা।
এর আগে গতবছর নভেম্বরে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে জুভেন্টাসের সভাপতি আন্দ্রে আগনেল্লি ও সহ-সভাপতি পাভেল নেদভেদের বিরুদ্ধে। ফলে আগনেল্লিকে দুই বছর ও নেদভেদকে ৮ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয় ফুটবল থেকে।