অবসর নিয়ে আলোচনা, যা বললেন রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো ইউরো ২০২৪-এ খেলার লক্ষ্য নির্ধারণ করেছেন। পর্তুগাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড বলেছেন, দ্রুতই অবসর নেওয়ার পরিকল্পনা নেই তাঁর।
লিসবনে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) কুইনাস ডি ওরো অ্যাওয়ার্ডে ট্রফি পাওয়ার পর রোনালদো বলেন, ‘আমার যাত্রা এখনও শেষ হয়নি, আপনাকে আরও কিছুদিন সহ্য করতে হবে।’
এ ব্যাপারে রোনালদো বলেন, ‘আমি বিশ্বকাপ ও ইউরোর অংশ হতে চাই, আমি খুব অনুপ্রাণিত বোধ করছি। আমার উচ্চাকাঙ্ক্ষা মহান।’
রোনালদো পর্তুগালের হয়ে ১৮৯টি ম্যাচে ১১৭টি গোল করেছেন। ২০২২ সালে কাতারে তাঁর দেশের হয়ে ১০তম বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার আশা করছেন তিনি।
২০২১ সালের সেপ্টেম্বরে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড আন্তর্জাতিক স্কোরার হিসাবে ইরানের গ্রেট আলী দাইয়ের ১০৯ গোলের রেকর্ড ছাড়িয়ে যান রোনালদো।
রোনালদো শেষ পর্যন্ত এই গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেডে থেকে যান। যদিও তিনি ক্লাব পরিবর্তন করতে চেয়েছিলেন। ইউরোপা লিগে মোলডোভান মিনোস এফসি শেরিফের বিপক্ষে শেষ ম্যাচে গোল করেছিলেন তিনি।