অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির চেষ্টা আইসিসির
২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির জন্য ৩ মিলিয়ন ডলার খরচ করবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞে ক্রিকেট অন্তর্ভুক্তি করতে অনেকদিন ধরেই চেষ্টা করছে আইসিসি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে ২০২৮ সালের অলিম্পিক।
আইসিসি ডটকমের খবরে জানা গেছে, গেমসে ক্রিকেটের প্রচারণা ও মার্কেটিংয়ের জন্য বড় অঙ্কের টাকা খরচ করা হবে। এর অংশ হিসেবে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে আইসিসি।
আইসিসির একজন কর্মকর্তা বলেন, ‘আমরা জানি ক্রিকেট অন্তর্ভুক্তি সহজ হবে না। কারণ অন্য অনেক খেলাও অলিম্পিকে জায়গা পেতে চায়।’
যদিও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রাথমিক তালিকায় নেই ক্রিকেট। আইওসি লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভুক্তির জন্য ২৮টি খেলার নাম প্রস্তাব করেছে।
তবে এখনও অ্যাডিশনাল স্পোর্টস হিসেবে অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির সুযোগ রয়েছে। ২০২৩ সালে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।