অস্ট্রেলিয়ান ওপেনে দারুণ শুরু সেরেনা-ওসাকার
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের আজ সোমবার শুরু হয়েছে। আসরে শুরুটা দুর্দান্ত করেছেন সেরেনা উইলিয়ামস ও নাওমি ওসাকা। করোনার কারণে নির্দিষ্ট সময়ের চেয়ে তিন সপ্তাহ পিছিয়ে আজ মেলবোর্নে শুরু হয়েছে এই আসর।
ফক্স স্পোর্টসের খবরে জানা গেছে, টুর্নামেন্টের তৃতীয় বাছাই জাপানের ওসাকা নারীদের এককে মাত্র ৬৮ মিনিটেই রুশ প্রতিপক্ষ আনাতাসিয়া পাভলিচেনকোভাকে ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে উড়ন্ত সূচনা করেছেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে স্টেডিয়মে সীমিত সংখ্যক দর্শকের উপস্থিতির অনুমতি দেওয়া হয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওসাকা বলেন, ‘এই ম্যাচের আগের আমি সত্যিকার অর্থেই কিছুটা নার্ভাস ছিলাম। তার পরও আমি ম্যাচটি উপভোগ করেছি।’
দ্বিতীয় রাউন্ডে ওসাকার প্রতিপক্ষ ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া। দিনের আরেক ম্যাচে জার্মানির লরা সিগেমুন্ডকে মাত্র ৫৬ মিনিটের লড়াইয়ে ৬-১, ৬-১ গেমে বিধ্বস্ত করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সেরেনা উইলিয়ামস। ৩৯ বছর বয়সী সেরেনা এই ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের শততম ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন। ম্যাচ শেষে সেরেনা বলেন, ‘শুরুটা দুর্দান্ত হয়েছে, এভাবেই এগিয়ে যেতে চাই।’
দ্বিতীয় রাউন্ডে সেরেনার প্রতিপক্ষ সার্বিয়ার নিনা স্টোয়ানোভিচ। প্রথমদিন অবশ্য বিদায় নিয়েছেন ২০১৬ সালের বিজয়ী অ্যাঞ্জেলিক কারবার। জার্মানির ২৩তম বাছাই কারবার বিশ্বের ৬৩তম খেলোয়াড়।
এদিকে মার্কিন খেলোয়াড় বার্নাডা পেরার কাছে মারগারেট সেন্টার কোর্টে ৬-০, ৬-৪ গেমের সরাসরি সেটে পরাজিত হয়ে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন।
পুরুষ বিভাগে ২০১৪ বিজয়ী স্ট্যান ওয়ারিঙ্কা প্রথম রাউন্ডে সহজ জয় তুলে নিয়েছেন।