অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড
জিম্বাবুয়ে সফর থেকে ফিরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে পড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজ শেষেও বিশ্রাম নেওয়া সুযোগ নেই সাকিব-মাহমুদউল্লাহদের। এর পরই ঢাকায় পা রাখছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসছে কিউইরা।
সফরে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য লড়াই করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সফরে সূচি আজ বুধবার সংবাদ বিবৃতিতে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২৪ আগস্ট ঢাকায় পা রাখার পর কোয়ারেন্টিন পর্ব ও প্রস্তুতি শেষে ২৯ আগস্ট একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। ম্যাচটি হবে বিকেএসপিতে। এরপর সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর।
সিরিজের পরের ম্যাচ গুলো হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির। ম্যাচ শুরুর সময় এখনো ঠিক হয়নি।
মহামারীকালের এই সিরিজও আয়েজন হবে জৈব-সুরক্ষা বলয়ে। সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে ওই সিরিজই বাংলাদেশের শেষ সিরিজ। এরপর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা পিছিয়ে দেওয়া হয়েছে।