অস্ট্রেলিয়া-ডেনমার্ক গোলহীন প্রথমার্ধ
কাতার বিশ্বকাপ সবাইকে পরিচয় করিয়ে দিয়েছে নানা ঘটন-অঘটনের সঙ্গে। কে কখন ভালো খেলে, কার ওপর ছড়ি ঘোরায়, বলা মুশকিল। গোটা ম্যাচ ডমিনেট করেও দেখা যায়, ফলাফল শূন্য। আবার উল্টোটাও হয়। 'ডি'-গ্রুপের শেষ ম্যাচে আল জয়নব স্টেডিয়ামে ডেনমার্ক বনাম অস্ট্রেলিয়ার খেলায় প্রথমার্ধে গোল ছাড়া সবই হয়েছে! গোলহীন থেকে প্রথমার্ধ শেষ করেছে দুদল।
এদিন ম্যাচের তৃতীয় মিনিটে গোলের সুযোগ পায় অস্ট্রেলিয়া। নবম মিনিটে বাঁ প্রান্ত ধরে আরেকটি আক্রমণ। সেই দুইবারই। এরপর আর কাঁপন ধরাতে পারেনি ডেনমার্কের রক্ষণে। ধরাবে কী, নিজেদের রক্ষণ সামলাতেই হিমশিম খেয়েছে অস্ট্রেলিয়া।
ম্যাচের বয়স ১৫ মিনিট হওয়ার আগে ডেনমার্ক চারবার তছনছ করেছে অসি রক্ষণভাগ। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া, ১ পয়েন্ট নিয়ে মাঠে নামে ডেনমার্ক। শুরু থেকে ড্যানিশরা আগ্রাসী। ৪-২-৩-১ ফর্মেশন থেকে ৪-৩-৩ ফরম্যাটে সুইচ করে আক্রমণাত্মক কৌশলে খেলে ডেনমার্ক।
প্রথমার্ধে ডেনমার্ক ৬টি শট নেয় অস্ট্রেলিয়ার গোলমুখে। যার ৩টি অন টার্গেট। প্রায় ৬৮ শতাংশ বল দখলে রাখে ডেনমার্ক। মধ্যমাঠের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে রেখে প্রতিপক্ষের ফাঁকফোকর খুঁজে বের করলেও গোল পেতে ব্যর্থ হয় ডেনমার্ক।
অপরদিকে প্রথমার্ধের শেষাংশে ড্যানিশ গোলমুখে শট নিলেও পরীক্ষায় ফেলতে পারেনি গোলরক্ষককে। তাই প্রথমার্ধ শেষে স্কোরবোর্ডে গোল তুলতে পারেনি দুই দলের কেউই।