আইপিএল খেলতে ভারতে গেলেন সাকিব
বাংলাদেশি তারকা সাকিব আল হাসানের আইপিএল খেলতে যাওয়ার ছুটি নিয়ে গত কয়েক দিন ধরে বেশ আলোচনা হচ্ছিল। গুঞ্জন উঠেছিল, সাকিব ছুটি পাবেন কি না, সেটা নিয়েও। অবশেষে সব গুঞ্জন উড়িয়ে আইপিএল খেলতে ভারতে গিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
আজ শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে ইউএস বাংলার ঢাকা-কলকাতা ফ্লাইটে ভারতে গেছেন সাকিব। এতক্ষণে ভারতের কলকাতায় পৌঁছে যাওয়ার কথা দেশসেরা ক্রিকেটারের।
আসন্ন আইপিএলে নিজের পুরোনো দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নেয় কলকাতা। তাঁর ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।
কলকাতা নাইট রাইডার্সের হয়েই নিজের আইপিএল ক্যারিয়ার শুরু করেন সাকিব। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেন তিনি। ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। এরপর টানা দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল মাতান সাকিব। পরবর্তী সময়ে আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞা থাকায় গত মৌসুমে সাকিবকে ছেড়ে দেয় হায়দরাবাদ। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আগামী আসরের জন্য নিলামে লড়াই করে সাকিবকে ফের দলে নেয় কলকাতা।
এদিকে, সাকিবের আইপিএল খেলা নিয়ে বাংলাদেশের ক্রিকেটে কিছু অস্থিরতা তৈরি হয়। কারণ, একই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। কিন্তু দেশের খেলা বাদ দিয়ে আইপিএল বেছে নিয়েছেন সাকিব। তাঁর পেছনেও অবশ্য কারণ আছে। মূলত ভারতের মাটিতে হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখেই আইপিএল বেছে নিয়েছেন সাকিব। যেহেতু ভারতের মাটিতেই হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। সেক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার জন্য আইপিএলের চেয়ে ভালো মঞ্চ আর হতে পারে না।