আইরিশদের চ্যালেঞ্জ জানাল অস্ট্রেলিয়া
প্রতিপক্ষ হিসেবে আয়ারল্যান্ড সহজ। সেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগাতে চেষ্টা করেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আইরিশদের ১৮০ রানের লক্ষ্য ছুঁড়ে দিল অ্যারন ফিঞ্চের দল।
ব্রিসবেনে দিনের একমাত্র ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে অসিদের সংগ্রহ ১৭৯ রান।
আজ সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। শুরুতেই আইরিশ বোলার ব্যারি ম্যাকার্থি ওপেনার ডেভিড ওয়ার্নারকে আউট করে অসিদের বিপদে ফেলেন।
দলীয় ৮ রানে প্রথম উইকেট হারিয়ে বিপদে পড়া অস্ট্রেলিয়াকে পথ দেখান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। অধিনায়কের করা ৪৪ বলে ৬৩ রানের ইনিংসে অসিরা পায় বড় সংগ্রহ। ফিঞ্চ ছাড়াও ২২ বলে ২৮ রান করেন মিচেল মার্শ। স্টয়নিস করেন ২৫ বলে ৩৫ রান। অন্যদিকে আইরিশ ডানহাতি পেসার ব্যারি ম্যাকার্থি একাই নেন তিন উইকেট।
চলতি বিশ্বকাপে গ্রুপ ‘এ’ তে খুব একটা ভালো অবস্থানে নেই স্বাগতিকরা। আয়ারল্যান্ডের বিপক্ষে আজ হারলেই বিদায় ঘণ্টা বেজে যেতে পারে অ্যারন ফিঞ্চদের। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচে অ্যান্ডি বালবার্নিদের চ্যালেঞ্জ জানিয়ে ১৮০ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া।