আইসিসির গুরুত্বপূর্ণ পদে ওয়াসিম খান
আইসিসির নতুন জেনারেল ম্যানেজার (ক্রিকেট) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পাকিস্তানের ওয়াসিম খানকে। আজ শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই ঘোষণা দিয়েছে। যিনি জিওফ অ্যালার্ডিসের স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি আগামী মাসে দায়িত্ব শুরু করবেন।
ক্রিকবাজের খবরে জানা গেছে, ওয়াসিম খান পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। মেয়াদ শেষ হওয়ার চার মাস আগে তিনি পদ থেকে সরে দাঁড়ান। তিনি এর আগে লিসেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব ও চান্স টু শাইন এর সিইও ছিলেন।
আইসিসিতে নতুন দায়িত্ব পেয়ে ওয়াসিম বলেন, ‘আইসিসিতে যোগ দিতে পেরে আমি সম্মানিত। খেলার উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্ট করব। নারী ক্রিকটের অগ্রগতিতে ভালো কিছু করার চেষ্টা থাকবে।’
বিদায়ী জেনারেল ম্যানেজার অ্যালার্ডিস বলেন, ‘আইসিসিতে ওয়াসিমকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তিনি আমাদের খেলাধুলা এবং স্টেকহোল্ডারদের সম্পর্কে গভীর জ্ঞান রাখেন। আন্তর্জাতিক ক্রিকেট সম্পর্কে তার অভিজ্ঞতা প্রচুর। আশা করছি ভালো কিছু করবেন তিনি।’