আইসিসির মাসসেরার লড়াইয়ে বাংলাদেশের ইবাদত
কদিন আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথমটি জিতে স্বাগতিকদের সঙ্গে সিরিজ ড্র করেছে মুমিনুল-মুশফিকরা। নিউজিল্যান্ডের মাটিতে এই জয়ের মূল নায়ক ছিলেন পেসার ইবাদত হোসেন। তাঁর বোলিং চমকেই মাউন্ট মঙ্গানুইতে জয়ের কীর্তি গড়ে বাংলাদেশ।
নিউজিল্যান্ডে রঙ ছড়িয়ে আইসিসির জানুয়ারি মাসের সেরার লড়াইয়ে সুযোগ পেয়েছেন ইবাদত। জানুয়ারি মাসের সেরার লড়াইয়ে ইবাদতের সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিস ও কিগান পিটারসেন।
আজ মঙ্গলবার দুপুরে ‘আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ইবাদতের সঙ্গে সুযোগ পাওয়া দক্ষিণ আফ্রিকার দুজনের মধ্যে কিগান পিটারসেন হলেন সিনিয়র দলের। আরেকজন ডেভাল্ড ব্রেভিস হলেন অনূর্ধ্ব-১৯ দলের।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ২১ ওভারে ৪৬ রান খরচায় ৬ উইকেট নেন ইবাদত। তাঁর বোলিং দাপটে ১৬৯ রানে গুটিয়ে যায় কিউইরা। যেটা বাংলাদেশের জয়ের রাস্তা সহজ করে দেয়। ওই ম্যাচে মোট সাত উইকেট নিয়ে সিরিজ সেরাও হন ইবাদত। এরপর দ্বিতীয় টেস্টে ইবাদত নেন দুটি উইকেট। দুই ম্যাচে ৯ উইকেট নিয়ে আইসিসির মাস সেরার লড়াইয়ে সুযোগ পেলেন তিনি।
এক মাসের মাঠের পারফরম্যান্স ও সার্বিক অর্জনের বিচারে এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করে আইসিসি। এই তালিকা থেকে বিজয়ী নির্বাচনে ভোট দেন ভোটিং অ্যাকাডেমি ও ভক্তরা। ভোটিং অ্যাকাডেমিতে থাকেন প্রবীণ সাংবাদিক, সাবেক খেলোয়াড় ও ব্রডকাস্টাররা। আগামী সোমবার জানুয়ারি মাসের বিজয়ীর নাম ঘোষণা করা হবে।