আইসিসির হল অব ফেমে জায়গা পেলেন যে কিংবদন্তিরা
পাঁচটি আলাদা প্রজন্মের দুজন করে ১০জন কিংবদন্তি ক্রিকেটার আইসিসির হল অব ফেমে জায়গা পেয়েছেন। আজ রোববার আইসিসি অনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। ফেসবুক ও ইউটিউবে সরাসরি সম্প্রচার হয় এই অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলেন অ্যালান উইলকিনস।
উপমহাদেশ থেকে এই সম্মান পেলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও ভারতের ভিনু মানকড়।
এই সম্মানে ভূষিতরা হলেন, দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার অব্রে ফকনার, অস্ট্রেলিয়ার কিংবদন্তি মন্টি নোবেল ও স্ট্যান ম্যাককাবে, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি লিয়ারি কনস্টানটাইন ও ডেসমন্ড হেইন্স, ইংল্যান্ডের টেড ডেক্সটার ও বব উইলিস, ভারতের ভিনু মানকড়, জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।
পাঁচটি প্রজন্ম থেকে ছয় জন করে ক্রিকেটারকে বেছে নেয় আইসিসির হল অব ফেম নমিনেশন কমিটি। পরে হল অব ফেম ভোটিং অ্যাকাডেমির অনলাইন ভোটে ১০ জন ক্রিকেটারকে বেছে নেওয়া হয়। ভোটিং অ্যাকাডেমিতে রয়েছেন আইসিসির হল অব ফেমার, আন্তর্জাতিক ক্রিকেটার্স অ্যাসেসিয়েশনের প্রতিনিধি, প্রখ্যাত সাংবাদিক ও আইসিসির সিনিয়র কর্তারা।
পাঁচটি আলাদা প্রজন্ম হলো, শুরুর দিকের ক্রিকেট যুগ (১৯১৮ সালের আগ পর্যন্ত), বিশ্বযুদ্ধের মাঝের যুগ (১৯১৮-১৯৪৫), বিশ্বযুদ্ধের পরের যুগ (১৯৪৬-১৯৭০), ওয়ানডে যুগ (১৯৭১-১৯৯৫), আধুনিক ক্রিকেট যুগ (১৯৯৬-২০১৬)।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে উল্লেখযোগ্য অবদান রাখায় ১০ জন কিংবদন্তিকে এই সম্মান জানানো হয়। এখন হল অব ফেমারদের সংখ্যা সেঞ্চুরিতে পা দিয়েছে। নতুন ১০ জন অর্ন্তভুক্ত হওয়ায়, ১০৩ জনে গিয়ে দাঁড়িয়েছে।