আপাতত খেলোয়াড় দলে নেবে না রিয়াল মাদ্রিদ, জানালেন কোচ
কার্লো আনচেলত্তি জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ ২০২২/২৩ মৌসুমের জন্য আর খেলোয়াড়কে সই করবে না। এই গ্রীষ্মে এখন পর্যন্ত মাত্র দুজন খেলোয়াড়কে সই করিয়েছে তারা। আন্তোনিও রুডিগার এবং অরেলিয়ান চৌমেনি দলটিতে যোগ দিয়েছেন।
লুকা জোভিচ, মার্সেলো, গ্যারেথ বেল এবং ইসকো চলে গেলেও রিয়াল মাদ্রিদকে আরও শক্তিশালী করতে হবে তা মনে করেন না দলটির ইতালীয় কোচ।
তিনি বলেন, ‘আমি ইতিমধ্যেই বলে দিয়েছি এটিই শেষ। আর খেলোয়াড় নেওয়া হবে না। আমরা আর কাউকে সই করতে যাচ্ছি না। আমরা যেমন আছি তেমন ভালো আছি।’
রুডিগার ও চৌমেনির প্রশংসা করে আনচেলত্তি বলেন, ‘তারা দুজনেই ভালো খেলোয়াড়। রুডিগার একজন দুর্দান্ত সেন্টার-ব্যাক এবং চৌমেনিও দারুণ। দুজনেই তরুণ, প্রচুর সম্ভাবনা রয়েছে তাদের।’
রিয়াল মাদ্রিদ কোচ আরও বলেন, করিম বেনজেমা বিশ্রামে গেলে, তিনি ইডেন হ্যাজার্ডকে সেই জায়গায় খেলানোর চেষ্টা করবেন।
এ ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের কাছে সেই অবস্থানের জন্য অনেকগুলো বিকল্প রয়েছে। বেনজেমা প্রথম পছন্দ, কিন্তু আমাদের বুঝতে হবে, এবার ভিন্ন মৌসুম হবে, এর মধ্যে বিশ্বকাপ হবে, আমাদের বিকল্পগুলোর দিকে নজর দিতে হবে।’
‘ইডেনকে সেই অবস্থানে দেখার চেষ্টা করব। ইডেনের যে সামর্থ্যে আছে, তাকে সেখানে পরীক্ষা করা আমাদের জন্য ভালো হতে পারে। এটি অ্যাসেনসিওর মতোই।’