আফগান স্পিনে লঙ্কান দুর্দশা
টস হেরে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। শুরুতেই নাকাল অবস্থায় পড়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। সেই নাজেহাল অবস্থা কাটিয়ে উঠতে পারেনি লঙ্কানরা। শেষ পর্যন্ত অল্প রানে ইনিংস গুটিয়ে নেয় তারা।
আজ শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ১০৫ রান করে শ্রীলঙ্কা।
শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে আফগানিস্তান ভালোই শুরু করে। শ্রীলঙ্কার ব্যাটিংয়ের ওপর বেশ প্রাধান্য বিস্তার করে তারা। দলীয় পাঁচ রানের মধ্যে তিন উইকেট তুলে নেয়। পরে ৬০ রানের মধ্যে আরও দুই উইকেট পায়। সে ধারাবাহিকতা রাখে পুরো ইনিংসে।
শুরুতে এলবিডব্লিউ হন কুশল মেন্ডিস (২) ও চারিথ আসালাঙ্কাকে (০)। দ্রুত ফেরেন পাথুম নিশাঙ্কা (৩)। পরে ৩১ বলে ৪৪ রানের জুটি গড়েন রাজাপাকসে ও গুনাথিলাকা। কিন্তু গুনাথিলাকা মুজিব উর রহমানের বলে আউট হয়ে ১৭ বলে ১৭ রান করে ফেরেন। মুজিবের দ্বিতীয় শিকার হাসারাঙ্গা। ৮ বলে মাত্র ২ রান করেন তিনি।
লঙ্কানদের পক্ষে ভানুকা রাজাপাকসে সর্বোচ্চ ৩৯ রান করেন। তিনি ২৯ বল খরচায় পাঁচটি চার ও একটি ছক্কায় এই রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ রান চমিকা করুনারত্নের। তিনি করেন ৩৮ বলে ৩১ রান।
আফগান বোলারদের মধ্যে সবচেয়ে সফল ফারুকি। মাত্র ১১ রানে ৩ উইকেট নেন তিনি। দুটি করে উইকেট পান মোহাম্মদ নাবি ও মুজিব উর রহমান।
এর আগে ২০১৪ সালে প্রথম এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে আফগানিস্তান। এ নিয়ে আসরে তৃতীয়বার খেলতে নামে তারা।
তবে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা ও আফগানিস্তান এর আগে একবারই লড়াই করেছিল। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সে ম্যাচে জয় পেয়েছিল শ্রীলঙ্কা।
তবে সম্প্রতি আফগানিস্তানের টি-টোয়েন্টি রেকর্ড বেশ ভালো। তারা আয়ারল্যান্ডের বিপক্ষে একটি, জিম্বাবুয়ের বিপক্ষে দুটি সিরিজ জিতেছিল এবং বাংলাদেশের বিপক্ষে একটি সিরিজে ড্র করে।
অন্যদিকে শ্রীলঙ্কা টি-টোয়েন্টির পারফরম্যান্স খুব একটা ভালো নয়। দ্বিতীয় সারির ভারতের বিপক্ষে একটি সিরিজ জিতেছিল।