আমাদের সবার চার-ছক্কা মারার সামর্থ্য আছে : এনামুল
পাওয়ার হিটিং নিয়ে বাংলাদেশের সমস্যা বহুদিনের। বিশেষ করে এই পাওয়ার হিটিংয়ের জন্যই ডুবতে হয় বাংলাদেশকে। তবে বাংলাদেশ দলের সদস্য এনামুল হক বিজয় বলছেন অন্য কথা। তিনি মনে করেন, চার-ছক্কা মারার সামর্থ্যে কোনো ঘাটতি নেই তাদের। পরিকল্পনা করে নির্দিষ্ট বোলারকে মারলে নিয়মিতই চার-ছক্কা আসবে বলে মনে করেন এই ওপেনার।
এশিয়া কাপে অংশ নিতে এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে আছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখান থেকে পাঠানো এক ভিডিও বার্তায় এনামুল বলেছেন, ‘আমি প্রায় ১০ বছর বিপিএল খেলেছি, এ ছাড়াও বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছি। আমরা সবাই যে প্রতিভাবান ক্রিকেটার, যতটা পরিশ্রমী তাতে আমার কাছে মনে হয় পরিকল্পনা জরুরি পাওয়ার হিটিংয়ের চেয়ে। কেউই বলতে পারবে না যে সে চার বা ছয় মারতে পারে না কিংবা কোয়ালিটি নেই। যারা জাতীয় দলে আসে, অবশ্যই শতভাগ কোয়ালিটি দেখিয়েই বাংলাদেশ দলে আসতে হয়। সবারই কোয়ালিটি আছে চার-ছক্কা মারার। ব্যাপারটা পরিকল্পনার যে কোন বোলারকে আমরা পিক করব (চার-ছক্কার জন্য), কোন বোলারকে সিঙ্গেল রোটেশন করব, কোন সময় মারা উচিত, কোন সময় উচিত নয়।’
অভিজ্ঞ এই ক্রিকেটার আরও বলেছেন, ‘আমার মনে হয়, সবারই কোয়ালিটি আছে। ওপর থেকে যদি ধরেন, দলে ৮টা-১০টা ব্যাটসম্যান আছে, সবাই কম-বেশি ভালো মারতে পারে। তাদের সবাইকে নিজস্ব সময় দেওয়া উচিত, ১০ বল, ৫ বল, ৪ বল… তার পর (পরিকল্পনার) প্রয়োগে যাওয়া উচিত। অবশ্যই প্রতিটি ক্রিকেটারের সামর্থ্য আছে ছয়-চার মারার।’
ক্রিকেটে বাংলাদেশের সময়টা ভালো যাচ্ছে না। তবে এটা নিয়ে সবাইকে হতাশ হতে না করছেন এনামুল। সাকিব আল হাসানের নেতৃত্বে দ্রুতই বাংলাদেশের চিত্র বদলাবে বলে বিশ্বাস তাঁর, ‘ছয় মারতে অবশ্যই খুবই ভালো লাগে। বাস্তবায়ন কোন সময়ে করব, দলের জন্য কতটা উপকার হবে, এটা গুরুত্বপূর্ণ। আমাদের ক্রিকেটারদের হতাশ হওয়ার কিছু নেই। অবশ্যই উন্নতি সম্ভব। আমার মনে হয়, এই কোচের কোচিংয়ে, সাকিব ভাইয়ের নেতৃত্বে আমরা যথেষ্ট উন্নতি করব পাওয়ার হিটিংয়ে।’