‘আমার ও সাকিবের রসায়ন সবসময়ই ভালো’
নিউজিল্যান্ড সিরিজের ব্যস্ততা শেষ। আগামী ২১ জানুয়ারি থেকে ক্রিকেট ভক্তদের নজরে থাকবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। মূল টুর্নামেন্ট শুরুর আগে আজ রোববার থেকে শুরু হয়ে গেছে দলগুলোর প্রস্তুতি। এবারের বিপিএলে ফরচুন বরিশালের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন। নিজ দলের অনুশীলনের প্রথম দিন এসেই জানালেন, সাকিবের সঙ্গে একই দলে কাজ করতে পেরে কতটা আনন্দিত তিনি।
মিরপুরে প্রথম দিনের অনুশীলন শেষে সুজন বলেন, ‘ফরচুন বরিশালের হয়ে কাজ করার জন্য আমি খুবই রোমাঞ্চিত। যে দলে সাকিব আল হাসান আছে, সে দলে কাজ করা তো সব সময়ই সহজ হয়। আমি আর সাকিব ঢাকার (ঢাকা ডায়নামাইটস) হয়ে চার বছর কাজ করেছি। তো আমার আর সাকিবের রসায়ন সব সময়ই ভালো।’
অবশ্য প্রথম দিনের অনুশীলনে সাকিবকে পায়নি বরিশাল। ছিলেন না বিদেশি তারকারাও। তবুও সব গুছিয়ে নিয়ে শিরোপায় চোখ রাখছেন বরিশালের কোচ, ‘অনেক চিন্তাভাবনা করেই দল করেছি। তারপরও বলব যে, প্রত্যেকটা দলই শক্তিশালী। আমরাও যথেষ্ট শক্তিশালী দল। মাঠের পারফরম্যান্সটাই গুরুত্বপূর্ণ, যে আমরা মাঠে কতটা ভালো খেলছি, মোমেন্টাম কতটা ভালো থাকে। যদি ওরকম থাকে, তাহলে আমরা প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার যথেষ্ট ভালো দল।’
বিসিবির এ পরিচালক আরও বলেন, ‘আশা করি সব ঠিক থাকলে আমাদের সামর্থ্য আছে। আমাদের দলটা যদি দেখেন খুবই ভারসাম্যপূর্ণ একটা দল টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ঠিক যেমন হওয়া উচিত। বাকিটা তো বোঝা যাবে মাঠে। সত্যি বলতে টি-টোয়েন্টি ফরম্যাট এমন একটা খেলা, আপনি বলতে পারবেন না কোনটা ভালো-খারাপ দল। নির্দিষ্ট দিনে যারা ভালো খেলতে পারবে তারাই জিতবে। তবে আমি আশাবাদী।’