আমার মতো সমালোচনা কম ক্রিকেটারই শুনেছে : তামিম
স্ট্রাইক রেট নিয়ে প্রায় সমালোচিত হন তামিম ইকবাল। সম্প্রতি এর মাত্রা আরো বেড়েছে। তামিম নিজেও সেটা অনুধাবন করতে পেরেছেন। দেশের অন্যতম ওপেনারের মতে, বাংলাদেশের খুব কম ক্রিকেটারই তাঁর মতো সমালোচনার শিকার হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি তামিমের স্ট্রাইক রেট নিয়ে বেশ চর্চা চলছে। এই প্রসঙ্গ নিয়ে সংবাদ সম্মেলনেও প্রশ্নবিদ্ধ হচ্ছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল বুধবার ওয়ানডে অধিনায়ক হিসেবে শুরু হবে তামিমের নতুন অধ্যায়। নতুন দায়িত্ব পালন করতে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে উঠেছে তামিমের স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন।
আজ মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘স্ট্রাইক রেট ইস্যুতে আমি প্রচুর কথা বলেছি। প্রতিটি সংবাদ সম্মেলনে আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হয়। অনেকবারই এর উত্তর দিয়েছি, বলেছি আমি কী মনে করি। সবচেয়ে ভালো হচ্ছে, আপনি পরিসংখ্যান দেখুন। বারবার এই প্রশ্নের একই উত্তর দিতে আর উপভোগ করছি না। আপনি যদি পরিসংখ্যান পরীক্ষা করেন, বা গত পাঁছ-ছয় বছরে আমি কী করেছি তা দেখেন, তাহলেই উত্তর পেয়ে যাবেন।’
এরপর কিছুটা বিরক্তির সুরেই তামিম বলেন, ‘আমি যত সমালোচনা শুনেছি, বাংলাদেশের খুব কম ক্রিকেটারই তা শুনেছে। সেদিক থেকে আমি যথেষ্ট প্রস্তুত। প্রতি মুহূর্তেই নতুন কিছু হয়, আমার সঙ্গে সব সময়ই এটা হয়। কারণে কিছু হয়, কিছু অকারণেও। নেতৃত্ব যখন নিয়েছি, এর সঙ্গে অনেক কিছু আসবে। এটা নিয়ে সচেতন আছি। সমালোচনা আসবে, প্রশংসা আসবে। সবই এর অংশ। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপভোগ করছি কি না।’