আলোচনার মধ্যেই অনুশীলনে সাকিব
এক সাক্ষাৎকারে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের ম্যাচ থাকলেও ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে এখন বিশ্বসেরা অলরাউন্ডার। চারদিকেই আলোচনা হচ্ছে সাকিবের সাক্ষাৎকার নিয়ে। এসব আলোচনার মধ্যেই অনুশীলনে নেমে পড়েছেন দেশসেরা ক্রিকেটার।
আজ বুধবার সকাল সকাল ‘হোম অফ ক্রিকেট’ শেরেবাংলায় হাজির সাকিব। সকাল ৯টার দিকে শেরেবাংলায় আসেন তিনি। এরপর কিছুক্ষণ গা গরম করে চলে যান ইনডোরে। সেখানেই এক ঘণ্টার মতো ব্যাটিং অনুশীলন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সাকিবের এই প্রস্তুতিটা মূলত ভারতের ঘরোয়া লিগ আইপিএলের জন্য। আগামী ৯ এপ্রিল শুরু হবে ভারতের ঘরোয়া লিগটি। বাংলাদেশ থেকে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান দল পেয়েছেন জনপ্রিয় এই টুর্নামেন্টে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি। মূল টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে নিজেকে কিছুটা ঝালিয়ে নিতেই শেরেবাংলায় আসা সাকিবের।
আইপিএলকে সামনে রেখেই যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন সাকিব। দেশে এসেছেন বিসিবি থেকে অনাপত্তি পত্র নেওয়ার জন্য। গত সোমবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত ২টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। বিমানবন্দরে তাঁর জন্য অপেক্ষায় ছিলেন গণমাধ্যমকর্মীরা। কিন্তু, সবার চোখ ফাঁকি দিয়ে বিমানবন্দর ত্যাগ করেন তিনি। সাকিবের উপস্থিতি কেউই টের পেলেন না।
এদিকে দেশে ফেরার আগে এক সাক্ষাৎকার দিয়ে দেশের ক্রীড়াঙ্গনে হইচই ফেলে দিয়েছেন সাকিব। গত শনিবার রাতে একটি সংবাদমাধ্যমের ফেসবুক লাইভে সাকিব বলেন, ‘শুধু কথা হচ্ছে আমি টেস্ট খেলতে চাই না। আমি নিশ্চিত, বিসিবিকে আমি যখন চিঠি দিয়েছি, যাঁরাই বলছেন যে, আমি টেস্ট খেলতে চাই না বা টেস্ট খেলব না, তাঁরা আমার চিঠিটা পড়েননি। এটা হচ্ছে একদম বড় কথা। আমি আমার চিঠিতে কোথাও উল্লেখ করিনি আমি টেস্ট খেলতে চাই না। আমি শুধু উল্লেখ করেছি— আমি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এই সময়টাতে আইপিএল খেলতে চাই। আমি এটুকুই বলেছি শুধু।’
আইসিসির এক বছরের নিষেধাজ্ঞার পর গত বছরের শেষদিকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন সাকিব। নিষেধাজ্ঞার পর প্রথমে ঘরোয়া ক্রিকেটে খেলেন। পরে এই বছরের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।