ইরানের বিপক্ষে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র
দুএকটি দল বাদে প্রায় প্রতি গ্রুপের শেষ ম্যাচটি অলিখিত নক আউট পর্বে রূপ নিয়েছে। তার ব্যতিক্রম ঘটেনি যুক্তরাষ্ট্র-ইরান ম্যাচেও। যারা জিতবে তারাই খেলবে পরের পর্বে—এমন সমীকরণের ম্যাচে প্রথমার্ধে এগিয়ে থাকল ১-০ গোলে এগিয়ে থাকল যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার দিবাগত রাত ১টায় কাতারের আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান। ম্যাচের শুরু থেকে জোরালো আক্রমণ শুরু করে যুক্তরাষ্ট্র। প্রথমদিকে ইউনুস মুসা, ক্রিস্টিয়ান পুলিসিক মিলে কয়েকটি আক্রমণ করে গোল আদায় করতে পারেননি।
২৮ থেকে ৩৬ এই ৮ মিনিটে যুক্তরাষ্ট্রের জস সার্জেন্ট, টিমোথি ওয়েহ, সার্জিনো ডেস্টদের আক্রমণ দেখে চোখে ধাঁধা লেগে যাচ্ছিল। তবুও গোল পাচ্ছিল না দলটি। তবে বেশি আক্ষেপ করতে হয়নি। এই আক্রমণের লাগাম টেনেছেন ক্রিস্টিয়ান পুলিসিক গোল করে।
৩৭ মিনিটে পুলিসিকের গোলে যুক্তরাষ্ট্র ১-০ গোলের লিড পায়। গোলটিতে সহায়তা করেছেন সার্জিনো ডেস্ট। এরপরে আরও কিছু আক্রমণ প্রতি আক্রমণ চলে। তবে বিরতিতে যাওয়ার আগে কোনো গোলের উল্লাস দেখা যায়নি।