উইকেট নিয়ে খোঁচা দিলেন নিউজিল্যান্ড অধিনায়ক
অস্ট্রেলিয়া সিরিজে মিরপুর শেরেবাংলার উইকেট নিয়ে বেশ সমালোচনা হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেও আলোচনার কেন্দ্রে ছিল উইকেট। অবশেষে গতকাল মিলল টি-টোয়েন্টির স্বাদ। উইকেট ভালো হওয়ায় পুরো ৪০ ওভার খেলা মাঠে গড়িয়েছে। একই সঙ্গে ভক্তদেরও জমজমাট ম্যাচ উপহার দিতে পেরেছে কিউইরা।
এমন উইকেটে রোমাঞ্চ জাগিয়ে শেষ পর্যন্ত হেরেছে নিউজিল্যান্ড। হারের পর কিউই অধিনায়ক উইকেট নিয়ে কিছুটা খোঁচা দিয়ে বলেই ফেললেন, ‘ভালো উইকেট হলে খেলাও ভালো হবে। ঠিক এই ম্যাচে (দ্বিতীয় টি-টোয়েন্টি) যেমনটা হয়েছে।’
প্রথম টি-টোয়েন্টিতে মন্থর উইকেটে ৬০ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন অবশ্য আগে ব্যাট করেছে বাংলাদেশ। আগে ব্যাট করে স্কোরবোর্ডে ১৪১ রান তুলেছে স্বাগতিকেরা। জবাব দিতে নেমে নিউজিল্যান্ড করে ১৩৭ রান। সব মিলে বেশ জমাজমাট একটি ম্যাচই হয়েছে।
ম্যাচ শেষে কিউই অধিনায়ক বলেন, ‘দারুণ একটা ম্যাচ ছিল। প্রথম ম্যাচে যা হয়েছিল, এরপর এই ম্যাচে শেষ ওভার পর্যন্ত নিয়ে যাওয়া... আমাদের জন্য ব্যাপারটি ছিল—প্রথম ম্যাচ থেকে শিখে এবার তা কাজে লাগানো। আমার মনে হয়, আমরা তা খুব ভালোভাবে পেরেছি। বিশেষ করে ব্যাটিংয়ে। আমরা জুটি গড়েছি এবং শেষ ওভার পর্যন্ত নিয়ে গেছি। জয়ের সম্ভাবনা সৃষ্টি করতে পেরেছি, যা দারুণ। বোলিং যদি আরেকটু ভালো হতো, তাহলে আমরা জিততে পারতাম। তবে যেভাবে আমরা ব্যাটিং করেছি, সেটা দলের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’
ম্যাচটিতে নিউজিল্যান্ডকে জেতানোর প্রাণপণ লড়াই করেছিলেন ল্যাথাম। নিজের ইনিংস নিয়ে কিছুটা সন্তুষ্টই মনে হলো এই তারকাকে, ‘আমার কাজ পুরো ইনিংস ব্যাটিং করে যাওয়া। বাকিরা চেষ্টা করবে আগ্রাসী ব্যাটিং করার। আমি সেটাই করেছি। আর, মারতে গেলে টি-টোয়েন্টিতে উইকেট পড়বেই। সেদিক থেকে ম্যাচটা শেষ পর্যন্ত নিতে পারায় আমি গর্বিত।’
বোলিং বিভাগ নিয়ে অধিনায়কের বক্তব্য, ‘রাচিন ভালো বোলিং করেছে। বাকি স্পিনাররাও ভালো করেছে। এই কন্ডিশনে যেমন দক্ষতা দেখানো দরকার ছিল, সেটা হয়তো করতে পারিনি। কিন্তু, ১৩০-১৪০ এখানে ভালো রান। আমরা বোলিংয়ে আরেকটু ভালো করলে হয়তো জিততেও পারতাম।’