উইলিয়ামস-বার্লের ব্যাটে জিম্বাবুয়ের লড়াই
জমে উঠেছিল শন উইলিয়ামস ও রেজিস চাকাভার জুটি। তাদের প্রতিরোধ ভাঙতে তাসকিন আহমেদের হাতে বল তুলে দেন সাকিব আল হাসান। অধিনায়কের আস্থার প্রতিদান দেন এই পেসার। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসেই বিদায় করেন চাকাভাকে।
৩৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা জিম্বাবুয়েকে টানছিলেন উইলিয়ামস ও চাকাভা। দ্বাদশ ওভারে এসে তাদের ৩৩ বল স্থায়ী ৩৪ রানের জুটি ভাঙেন তাসকিন।
অফ স্টাম্পের অনেক বাইরের বলটি কোনোমতে যেন ব্যাটে খেলতে চেয়েছিলেন চাকাভা। কিন্তু ব্যাটে লাগাতে পারেননি ঠিকঠাক। বল ব্যাটে হালকা ছুঁয়ে জমা পড়ে কিপারের গ্লাভসে। উল্লাসে মাতেন তাসকিন।
১৯ বলে ১৫ রান করে ফেরেন চাকাভা। ম্যাচে এটি তাসকিনের তৃতীয় শিকার। প্রথম দুই ওভারে তিনি ফিরিয়েছিলেন ওয়েসলি মাধেভেরে ও ক্রেইগ উইলিয়ামসকে।
এরপর শন উইলিয়ামস ও রায়ান বার্লের ব্যাটে জিম্বাবুয়ের লড়াই চালিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে। এই ম্যাচ জিততে জিম্বাবুয়ের ২২ বলে দরকার ৪৪ রান। অপদিকে বাংলাদেশের প্রয়োজন ৫ ওইকেট।