উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ, লড়াইয়ে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আর এই ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে শ্রীলঙ্কা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি আফগানিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছে তারা।
২০১৪ সালে প্রথম এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে আফগানিস্তান। এ নিয়ে আসরে তৃতীয়বার খেলতে নামে তারা।
তবে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা ও আফগানিস্তান এর আগে একবারই লড়াই করেছিল। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সে ম্যাচে জয় পেয়েছিল শ্রীলঙ্কা। এবার কোন দল জিতে সেটাই দেখার।
তবে সম্প্রতি আফগানিস্তানের টি-টোয়েন্টি রেকর্ড বেশ ভালো। তারা আয়ারল্যান্ডের বিপক্ষে একটি, জিম্বাবুয়ের বিপক্ষে দুটি সিরিজ জিতেছিল এবং বাংলাদেশের বিপক্ষে একটি সিরিজে ড্র করে।
অন্যদিকে শ্রীলঙ্কা টি-টোয়েন্টির পারফরম্যান্স খুব একটা ভালো নয়। দ্বিতীয় সারির ভারতের বিপক্ষে একটি সিরিজ জিতেছিল।
শ্রীলঙ্কা দল : দাসুন শানাকা (অধিনায়ক), দীনেশ চান্দিমাল, দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, আসিন বান্দারা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফ্রি ভান্দারসে, প্রভীন জয়াবিক্রমা, চামিকা করুনারত্নে, দিলশান মধুশঙ্কা, মাথেশ পাথিরানা, নুয়ান্দু ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, প্রমোদ মধুশান ও নুয়ান থুসারা।
আফগানিস্তান দল : মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, আসমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমদ, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ফজল হক ফারুকী, হাসমতউল্লাহ শাহিদী, হযরতউল্লাহ জাজাই, ইবরাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাভিন উল হক, নূর আহমদ, রশিদ খান ও সামিউল্লাহ শেনওয়ারি।