এই টেস্টে অন্তত ড্র চান খালেদ মাহমুদ
নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে টেস্টের আগে বাংলাদেশকে হয়তো কেউ গোনায়ই ধরেনি। অথচ মাউন্ট মঙ্গানুইতে গেল দুদিনই নিউজিল্যান্ডকে শাসন করল বাংলাদেশ।
লে ওভালের শুষ্ক উইকেটে বোল্ট, ওয়্যাগনার, সাউদিদের পরীক্ষা নেওয়া, দেশটির মাটিতে প্রথমবার প্রথম ইনিংসে লিড পাওয়া—সব মিলে এ টেস্টে এখনও চালকের আসনে আছে বাংলাদেশ। আর এ ছন্দ ধরে রাখার আহ্বান জানিয়েছেন দলের সঙ্গে থাকা বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন। জিততে না পারলেও এ টেস্টে অন্তত ড্র চান তিনি।
আজ সোমবার ৬ উইকেটে ৪০১ রান নিয়ে টেস্টের তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। ৭৩ রানের লিড নিয়ে আগামীকাল মঙ্গলবার চতুর্থ দিন শুরু করবে মুমিনুল হকের দল। আজ দিনশেষে উইকেটে ২০ রানে অপরাজিত ছিলেন মেহেদী হাসান মিরাজ। তাঁর সঙ্গে ১১ রানে ব্যাট করছিলেন ইয়াসির আলী রাব্বি।।
আজ তৃতীয় দিন শেষে সংবাদমাধ্যমে খালেদ মাহমুদ বলেন, ‘এটা একটি অন্যতম সেরা দিন। হ্যাঁ চ্যালেঞ্জিং, তবে প্রক্রিয়াটা দারুণ ছিল। দারুণভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছে (ব্যাটাররেরা)। ছেলেরা সত্যিই দারুণ করেছে। কালকের সকালটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের হাতে ৪ উইকেট আছে। মিরাজ ও ইয়াসির আছে, ৭৩ রান লিড আছে। আরও ৭০ রানের মত লিড পেলে দেড়শ রানের মত লিড হবে। তখন আমরা ভালো অবস্থানে থাকব।’
এরপর বিসিবির এ পরিচালক বলেন, ‘সবাই ভালো ব্যাটিং করেছে। লিটনের ব্যাটিং তো সাবলীল। ও যেমন ব্যাটিং করে, সেরকমই করেছে। আমাদের লক্ষ্য—আমরা টিকে থাকতে চাই, ভালো করতে চাই। জিততে যদি না-ও পারি, আমরা এ টেস্ট ড্র করতে চাই। এখনও ১৮০ ওভার বাকি আছে। এ উইকেটে তাড়াতাড়ি রান করা কঠিন হবে, যদি ভালো বল করি।’