এই মুহূর্তে ব্যাটারদের আত্মবিশ্বাস কম : ডমিঙ্গো
বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, তাদের ব্যাটিং ইউনিটের আত্মবিশ্বাস কম।
বাংলাদেশ দল পরাজয়ের দুয়ারে। ওয়েস্ট ইন্ডিজ ড্রাইভিং সিটে আছে। প্রথম টেস্ট জিততে তাদের ৩৫ রান প্রয়োজন।
বাংলাদেশ প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে যায়। পরে খেলা তাদের হাত থেকে চলে যেতে থাকে।
সাকিব আল হাসান এবং নুরুল হাসান সোহান সপ্তম উইকেটে ১২৩ রান যোগ করালেও সফরকারীরা দ্বিতীয় ইনিংসে বড় পুঁজি গড়তে ব্যর্থ হয়।
তৃতীয় দিনের খেলা শেষে সাংবাদিকদের ডমিঙ্গো বলেন, ‘এটি ভালো নয়। দুই ইনিংসেই ব্যাটিং নিয়ে অনেক বাজে সিদ্ধান্ত হয়েছে। প্রথম ইনিংসে ১০৩ রান.... থেকে বেশি করা যেত এবং দ্বিতীয় ইনিংসে ২৪৫ রান থেকেও বেশি করতে পারত। এই মুহূর্তে ব্যাটারদের আত্মবিশ্বাস কম। বড় কিছু খেলোয়াড় মুমিনুল, শান্তর আত্মবিশ্বাস কম। ক্রিকেটে আত্মবিশ্বাস একটি বড় বিষয় এবং এই মুহূর্তে তাদের ব্যাটিংয়ে সেই আস্থা নেই।’
‘সাকিব দুই ইনিংসে ভালো ব্যাটিং করলেও তাঁকে আক্রমণ এবং রক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। কারণ সে টেস্ট সেঞ্চুরি করতে পারত।
কেমার রোচের বিপক্ষে বাজে শট খেলে আউট হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ৬৩ রান করেন সাকিব। তিনি প্রথম ইনিংসে ৫১ রান করেছিলেন।
দুই ইনিংসেই সাকিব আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ডমিঙ্গোর মতে, বোলিং ইউনিটে চাপে থাকার কারণ এটি।
বাংলাদেশ কোচ বলেন, ‘দেখুন সাকিব সবসময় ভালো উদ্দেশ্য নিয়ে খেলতে যাচ্ছে। আমরা চাই না সে স্লগ করুক, কিন্তু ভালো শট খেলুক। আমি মনে করি সে শুধু বোলারদের ওপর একটু চাপ কমাতে চায়, কিন্তু সে সচেতন।’
সাকিব সেঞ্চুরি করতে না পারা প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, ‘সে সেঞ্চুরি করার জন্য যথেষ্ট ভালো অবস্থানে ছিল। সে এখন সাত নম্বরে ব্যাট করছে। তবে সে ছয় নম্বরে ব্যাট করবে। শীর্ষ ছয় ব্যাটাররা শতরান করতে পেরেছে। তাই তাঁকে আক্রমণ এবং রক্ষণের মধ্যে ভারসাম্য খুঁজে বের করতে হবে। কখনও কখনও আপনাকে পাল্টা আক্রমণ করতে হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। মাথা ঠান্ডা রেখে খেলতে হবে, কারণ সে একজন গুণী ব্যাটার। সেটা আজ তা দেখিয়েছেও।’