এই সিরিজ তরুণদের জন্য বড় সুযোগ : বাংলাদেশ কোচ
ঘরের মাঠে অনেক শক্ত প্রতিপক্ষের বিপক্ষে লড়বে বাংলাদেশ। কিন্তু, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের বাংলাদেশের বড় চিন্তার কারণ চোট। চোটের কারণে সিরিজের অনেক আগেই ছিটকে গেছেন দলের অন্যতম ভরসার মুখ তামিম ইকবাল। পারিবারিক সমস্যার কারণে নেই মুশফিকুর রহিম ও লিটন দাস। স্কোয়াডে থাকলেও কিছুটা চোটের সমস্যায় ভুগছেন সৌম্য-সাকিবরাও। তাই, এই সিরিজে পূর্ণ শক্তির দল নিয়ে লড়াইয়ে নামতে পারছে না বাংলাদেশ।
আবার, একইভাবে এই সিরিজে তরুণদের আধিক্য বেশি। জিম্বাবুয়ের সফরের মতো ওপেনিং বিভাগে, মিডল অর্ডার কিংবা বোলিং বিভাগে বড় ভূমিকা রাখছেন তরুণরাই। কারণ এই দলে পুরোনোদের চেয়ে নতুনদের সংখ্যাই বেশি। অনেকটা তারুণ্যনির্ভর দল নিয়েই অসিদের বিপক্ষে চ্যালেঞ্জ নামবে মাহমুদউল্লাহর দল।
সিনিয়রদের না থাকা কিছুটা চিন্তা দিলেও তরুণদের জন্য এই সিরিজ বড় সুযোগ বলে দেখছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। আজ রোববার ভার্চুয়াল সংবাদসম্মেলনে তিনি বলেন, ‘আমার জানা নেই, বাংলাদেশ এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কতগুলো সিরিজ খেলতে পেরেছে। তবে, এবার যেহেতু একটা ভালো সুযোগ নিজেদের প্রমাণ করার। মুশফিকদের মতো খেলোয়াড় না থাকটা আমাদের জন্য বড় হতাশার। কিন্তু, এটাও ঠিক তাঁর না থাকাটা তরুণ ক্রিকেটারদের জন্য অনেক বড় একটা সুযোগ। তরুণেরা নিজেদের প্রমাণ করার জন্য ভালো একটা সুযোগ পাবে।’
বাংলাদেশ কোচ আরও বলেন, ‘আমাদের অনেক খেলোয়াড় এই সিরিজে নেই ঠিকই। কিন্তু, কিছুদিন আগে আমরা জিম্বাবুয়ে একটা ভালো সফর কাটিয়েছি। আশা করছি ওই সফরের আত্মবিশ্বাস এই সিরিজে কাজে লাগবে। অস্ট্রেলিয়াও তাদের কিছু খেলোয়াড় ছাড়া এসেছে। যারা বিশ্বকাপের অংশ। তাই নিশ্চিতভাবে এটা আমাদের একটা ভালো সুযোগ।’
অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচ আগামী ৩ আগস্ট। দ্বিতীয় ম্যাচটি হবে পরদিনই। পরের তিন ম্যাচ হবে যথাক্রমে ৬, ৭ ও ৯ আগস্ট।