একাদশে তিন পরিবর্তন নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
ঘরের মাঠে বছরের প্রথম আন্তর্জাতিক সিরিজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম সিরিজে প্রতিপক্ষ ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ বুধবার (১ মার্চ) ইংলিশদের মুখোমুখি হয়েছে তামিম ইকবালের দল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে ইংল্যান্ডের বিপক্ষে টসে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমেছে লাল-সবুজের দল। ম্যাচটিতে একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ।
ঘরের মাঠে ভারতের বিপক্ষে সবশেষ খেলা ওয়ানডের একাদশ থেকে বাদ পড়েছেন তিনজন। তারা হলেন এনামুল হক, ইয়াসির আলি চৌধুরী রাব্বি ও ইবাদত হোসেন।
একাদশে অনুমিতভাবেই ফিরেছেন অধিনায়ক তামিম ইকবাল। তার সঙ্গে একাদশে এসেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে জায়গা পাননি অলরাউন্ডার স্যাম কারান। ইংল্যান্ডের হয়ে সবশেষ ওয়ানডে খেলা একদশ থেকে নেই হ্যারি ব্রুক, বেন ডাকেট, রিস টপলি।
তাদের বদলে দলে ফিরেছেন ফিল সল্ট, জেমস ভিন্স, মার্ক উড ও উইল জ্যাকস।
বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, দাভিদ মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মইন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জফ্রা আর্চার, মার্ক উড।