এক ধাপ এগিয়ে যাবার মিশনে মাঠে নামবে বাংলাদেশ
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে এই মাঠে খেলার অভিজ্ঞতা নেই টাইগারদের। তাতে কী এসে যায়! ১৫ বছর পর আরাধ্য জয় পেয়েছে যে হোবার্টে, সেখানেও খেলার অভিজ্ঞতা ছিল না। কিন্তু, প্রতিকূলতাকে দূরে ঠেলে তুলে নেয় চমৎকার জয়।
অন্য যে কোনো সময়ের চেয়ে এবার আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট দল। অধিনায়ক সাকিব আল হাসান নিয়মিত অনুপ্রেরণা দিচ্ছেন দলকে। গতকাল সংবাদ সম্মেলনে যেমন সাকিব বললেন, ‘সিডনিতে যে কেউ নায়ক হতে পারে। সুযোগ উন্মুক্ত সবার জন্য। আমরা দল হিসেবে দারুণ কিছু, দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে সেটি প্রমাণের পথে আরেক ধাপ এগিয়ে যাব।’
মার্চে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে ওয়ানডে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। তা নিয়ে চিন্তিত নয় প্রোটিয়ারা। সাংবাদিকদের প্রশ্নে সংবাদ সম্মেলনে আসা পেসার এনগিডি লুঙ্গি বলেন, ‘সেটা অতীত। ফরম্যাট ভিন্ন, প্রেক্ষাপট ভিন্ন। তা ছাড়া এটি বিশ্বকাপ। নতুন করে শুরু হবে। আগের ম্যাচে ভালো অবস্থানে থেকেও দূর্ভাগ্যবশত জিততে পারিনি। কাল সেই হতাশা দূর করতেই খেলব।’
আবহাওয়ার বৈরিতা চোখ রাঙাচ্ছে আজও। সিডনির পেসবান্ধব উইকেটে ধরতে পারে স্পিন। একাদশ সম্পর্কে জানতে চাইলে লুঙ্গি কিছু না বললেও পেসার এনরিখ নর্জের বদলে স্পিনার তাবরাইজ শামছি আসতে পারেন দলে। সাকিবের কথায় বোঝা গেছে, বিজয়ী দল অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। যদি পরিবর্তন আসে, তবে একাদশে থাকতে পারেন মেহেদী হাসান মিরাজ। সিডনিতে প্রায় ৬০ হাজার বাংলাদেশি বসবাস করে। যা বাড়তি সুবিধা দিবে টাইগারদের। আজ সকাল ৯টায় সিডনিতে বিশ্বকাপ মিশনে এক ধাপ এগিয়ে যেতে নামবে সাকিব বাহিনী।
সম্ভাব্য একাদশ (বাংলাদেশ) : সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, আফিফ হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।
সম্ভাব্য একাদশ (দক্ষিণ আফ্রিকা) : টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রসু, ইডেন মার্করাম, কুইন্টন ডি কক, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েন পারনেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, তাবরাইজ শামছি, এনগিডি লুঙ্গি।