এগিয়ে যাচ্ছে চীন
টোকিও অলিম্পিক গেমসের দশম দিনে আধিপত্য বিস্তার করে এগিয়ে যাচ্ছে চীন। আজ রোববারও পদক তালিকায় শীর্ষে রয়েছে তারা। এদিন তিনটি স্বর্ণ জিতেছে তারা।
যুক্তরাষ্ট্রও সমান পাল্লা দিচ্ছে। তারাও এদিন তিনটি করে স্বর্ণ জিতেছে। আজ স্বর্ণ জয়ে সবচেয়ে বেশি এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। এদিন ৪টি স্বর্ণ জিতেছে তারা। ব্রিটেন দুটি স্বর্ণ জেতে।
এদিন তিনসহ মোট ২৪টি স্বর্ণ জিতে সবার ওপরে রয়েছে চীন। তারা ১৪টি রুপা ও ১৩টি ব্রোঞ্জসহ মোট ৫১টি পদক জিতে শীর্ষে উঠে যায়।
যুক্তরাষ্ট্র ২০টি স্বর্ণ ২৩টি রুপা ও ১৬টি বোঞ্জসহ মোট ৫৯টি পদক জিতে দ্বিতীয় স্থানে রয়েছে।
১৭টি স্বর্ণ, ৫টি রুপা ও ৯টি বোঞ্জ জিতে তৃতীয় স্থানে রয়েছে জাপান। তাদের মোট পদক ৩১টি।
অস্ট্রেলিয়া ১৪টি স্বর্ণ ৩টি রুপা ও ১৪টি বোঞ্জসহ মোট ৩১টি পদক জিতে চতুর্থ স্থানে রয়েছে।
আর ১২টি স্বর্ণ, ১৯টি রুপা ও ১৩টি ব্রোঞ্জসহ মোট ৪৪টি পদক জিতে পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। অলিম্পিকে রাশিয়া নিষিদ্ধ হওয়ায় তাদের অ্যাথলেটরা এবার রাশিয়ান অলিম্পিক কমিটি বা রোক নামে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।
আজ নতুন করে স্বর্ণপদক পেয়েছে ৪টি দেশ। এখন স্বর্ণ জেতা দেশের সংখ্যা ৫৩-তে দাঁড়াল। আর এক বা একাধিক রুপা জেতা দেশ আছে ১৪টি। শুধু ব্রোঞ্জের স্বাদ নিয়েছে ৯টি দেশ।