এবার ওয়ানডেতে অভিষেক ক্যাপ পেলেন ইয়াসির
দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন চট্টগ্রামের ক্রিকেটার ইয়াসির আলী রাব্বি। দীর্ঘ অপেক্ষার ফল পাচ্ছেন তিনি। কিছুদিন আগে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হয়েছে তাঁর। এবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডেতেও অভিষেক ক্যাপ পরলেন এ মিডল অর্ডার ব্যাটার।
আজ বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ ম্যাচে বাংলাদেশ দলে অভিষিক্ত মুখ হলেন ইয়াসির।
বাংলাদেশের ব্যাটিং অর্ডারে পাঁচ নম্বরে ব্যাটিংয়ের জন্য দুজনকে বিবেচনায় রেখেছিল বিসিবি। একজন ইয়াসির, আরেকজন মাহমুদুল হাসান জয়। তবে, অভিষেক ক্যাপ পরলেন আপাতত ইয়াসিরই।
এ ছাড়া গতবছর সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলা দলে অনেক পরিবর্তন এনেছে বাংলাদেশ। তিন পেসারের সঙ্গে দুই স্পিনিং অলরাউন্ডার নিয়ে মাঠে নেমেছে তামিম ইকবালের দল।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।