এবার কাদিসের কাছে হারল বার্সেলোনা
চ্যাম্পিয়নস লিগে জয়ের ছন্দে উড়তে থাকা বার্সেলোনা লা লিগায় বারবার ধাক্কা খাচ্ছে। স্প্যানিশ লিগে উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে থাকা বার্সা এবার কাদিসের কাছে হেরে গেল।
গতকাল শনিবার কাদিসের মাঠে ২-১ গোলে হেরেছে বার্সা। প্রতিপক্ষের হয়ে জয় সূচক দুটি গোল করেন আলভারো হিমেনেস ও নেগ্রেদো। বার্সার স্কোরবোর্ডে যোগ করা গোলটিও আসে প্রতিপক্ষের খেলোয়াড়ের পা থেকে।
এদিন ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে রোনাল্ড কোম্যানের দল। অষ্টম মিনিটে কর্নারে ফালোর হেড থেকে আসা বল ঠেকাতে গিয়ে নিজেদের জালের দিকেই হেড করে বসেন তরুণ ডিফেন্ডার অস্কার মিনগেসা। সেখানে ছিলেন হিমেনেস। সহজেই বল জালে ঠেলে দিয়ে গোল আদায় করেন নেন তিনি।
বিরতির পর ভাগ্যের ছোঁয়ায় গোল পেয়ে যায় বার্সা। ৫৭ মিনিটে ডি-বক্সে মেসির পাস পেয়ে বাঁ দিক থেকে শট নেন জর্দি আলবা। সেটি গিয়ে কাদিসে ডিফেন্ডার আলকালার পায়ে গেলে চলে যায় স্বাগতিকদের জালে।
তবে সমতায় ফেরার সুখ বেশিক্ষণ টেকেনি বার্সা শিবিরে। উল্টো ম্যাচের ৬৩ মিনিটে ফের গোল খেয়ে বসে বার্সেলোনা। এর পর আর ম্যাচে ফেরা হয়নি তাঁদের। ফলে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় লিওনেল মেসিদের।
চলতি লিগে ১৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে বার্সেলোনা। ১২ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে কাদিস।
দিনের আরেক ম্যাচে রিয়াল ভাইয়াদলিদকে ২-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অ্যাথলেটিকো। ১১ ম্যাচে ষষ্ঠ জয় তুলে নেওয়া রিয়াল ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ১৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে সেভিয়া।