এবার রোমার কোচের দায়িত্বে মরিনহো
২০১৮ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ছাঁটাই হয়েছিলেন হোসে মরিনহো। প্রায় এক বছরের ব্যবধানে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে যোগ দিয়েছিলেন তিনি। পাঁচ বছরের বেশি সময় দায়িত্বে থাকা কোচ মরিসিও পচেত্তিনোকে সরিয়ে সেই সময় মরিনহোকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর অধীনে খুব একটা সাফল্য পাচ্ছিল না টটেনহ্যাম। তাই গত ১৯ এপ্রিল এই তারকা কোচকে ছাঁটাই করেছিল ক্লাবটি।
অল্প কিছু দিনের ব্যবধানে এবার ইতালিয়ান ক্লাব এএস রোমার দায়িত্ব পেলেন মরিনহো। ইতালিয়ান ক্লাবটি এক টুইট বার্তায় জানিছে, ‘এএস রোমা আনন্দের সঙ্গে জানাচ্ছে, ২০২১–২২ মৌসুম থেকে দলের কোচ হবেন হোসে মরিনহো।’
আগামী মৌসুম থেকে রোমার দায়িত্ব নেবেন মরিনহো। এর আগে ২০০৮ সালে ইন্টার মিলানের দায়িত্ব নিয়ে দুই বছর ক্লাবটিতে ছিলেন তিনি। তাঁর অধীনে দারুণ সাফল্য পেয়েছিল ক্লাবটি। রোমার সঙ্গে মরিনহোর চুক্তির মেয়াদ ২০২৪ পর্যন্ত।
পোর্তো ও ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন মরিনহো। ইন্টারের হয়ে ২০০৯-১০ মৌসুমে জিতেছিলেন ট্রেবল।
এর আগে ঘরোয়া লিগ এবং ইউরোপা লিগে ব্যর্থতার কারণে মরিনহোকে ছাঁটাই করে ছিল টটেনহ্যাম।