রোমায় মরিনহোর স্থলাভিষিক্ত হলেন ‘ঘরের ছেলে’ রসি
ইতালিয়ান ক্লাব এএস রোমা বরখাস্ত করেছে হোসে মরিনহোকে। ফুটবলের দ্য স্পেশাল ওয়ানকে বিদায় করার একদিন বাদেই নতুন কোচের নাম ঘোষণা করেছে রোমা। নিজেদের সাবেক ফুটবলার ড্যানিয়েল ডি রসির হাতে দায়িত্ব তুলে দিয়েছে ক্লাবটি। ৪০ বছর বয়সী ডি রসির ক্যারিয়ারের প্রায় পুরোটাই কেটেছে রোমায়। খেলেছেন দীর্ঘ ১৮ বছর।
ডি রসি জন্ম ও বেড়ে ওঠা রোমে। রোমের ক্লাবটিতেই তার ফুটবলীয় জীবনের হাতেখড়ি। পেশাদার কোচিংয়ের শুরুটাও নিজ ক্লাব থেকেই করছেন ইতালির বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার। তাকে পেয়ে রোমাঞ্চিত ক্লাব কর্তৃপক্ষও।
নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে রোমার পক্ষ থেকে বলা হয়, ‘পুণরায় নিজ ঘরে স্বাগত, রসি। তোমাকে পেয়ে আমরা খুবই খুশি। ক্লাবের সঙ্গে তোমার বন্ধন কতটা দৃঢ়, তা বলার অপেক্ষা রাখে না। তোমার সক্ষমতা নিয়েও কোনো প্রশ্ন নেই। খেলোয়াড় হিসেবে যেভাবে এগিয়ে নিয়েছিলে রোমাকে, কোচ হিসেবেও তোমার হাত ধরে অনেক দূর এগিয়ে যাওয়ার প্রত্যাশা আমাদের।’
রোমার কোচ হয়ে যারপরনাই উচ্ছ্বসিত রসি নিজেও। পাশাপাশি এটি একটি চ্যালেঞ্জও। রসি বলেন, ‘আমি রোমা পরিবারকে ধন্যবাদ দেব আমাকে এত বড় দায়িত্ব সঁপে দেওয়ায়। আমার দিক থেকে কোনো কমতি থাকবে না। প্রতিনিয়ত চ্যালেঞ্জ আসবে জানি। সবার প্রচেষ্টা ও সহযোগিতায় সেসব অতিক্রম করব আমরা।’