এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে রিয়ালকে হারাল পিএসজি
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। ম্যাচের শেষ সময়ে কিলিয়ান এমবাপ্পের গোলে জয় পায় দলটি। ম্যাচের দ্বিতীয়ার্ধে অবশ্য একটি পেনাল্টি মিস করেছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে এমবাপ্পের গোলে হাঁফ ছেড়ে বাঁচে তারা।
ম্যাচের ৬১ মিনিটে এমবাপ্পেকে ফাউল করেন দানি কারভাহাল। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি নেন মেসি। আর্জেন্টাইন তারকার সেই পেনাল্টি ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। পিএসজির নেয়া ছয়টি শটই ফিরিয়ে দিয়েছেন তিনি।
শুরু থেকে বলের দখলে এগিয়ে ছিল পিএসজি। পঞ্চম মিনিটে এমবাপ্পের কল্যাণে বড় সুযোগ পায় দলটি। তবে তাঁর দেওয়া ক্রসে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আনহেল ডি মারিয়া। বিরতির আগ পর্যন্ত পিএসজি বেশ কয়েকবার আক্রমণ চালালেও গোলমুখে গিয়ে আটকে যায়। রিয়ালের রক্ষণভাগ ছন্দে থাকায় সুবিধা করতে পারেনি পিএসজি। এ ছাড়া গোলরক্ষক থিবো কোর্তোয়া তো রয়েছেনই। এর ফলে বিরতির আগপর্যন্ত গোলের দেখা পায়নি পিএসজি।
অন্যদিকে, বিরতির আগ পর্যন্ত তেমন কোনো আক্রমণ দেখাতে পারেনি রিয়াল মাদ্রিদ।
বিরতির পর পিএসজি আরও আক্রমণে যায়। দ্বিতীয়ার্ধের শুরুর সাত মিনিটে দুটি সেভ করে দলকে রক্ষা করেন কোর্তোয়া।
৬০ মিনিটে মেসির পেনাল্টি মিসের কিছুক্ষণ পর নেইমারকে মাঠে আনেন কোচ মরিসিও পচেত্তিনো। এর ফলে পিএসজির আক্রমণের ধার বেড়ে যায়। শেষ মুহূর্তেও অবশ্য তাঁর সুবাদেই পিএসজি জয় পায়। নেইমারের ব্যাকহিল বক্সের ভেতর খুঁজে পায় এমবাপ্পেকে। ফরাসি এ তারকা এরপর এগিয়ে যান বাইলাইনের কাছে। সেখান থেকে নিচু করে নেওয়া শটেই পরাস্ত করেন রিয়াল গোলরক্ষক কোর্তোয়াকে। বেশির ভাগ সময় নিজেদের পায়ে বল রাখা পিএসজি হাফ ছেড়ে বাঁচে ফরাসি তারকার গোলে।