এলিমিনেটরে টস হেরে ব্যাটিংয়ে বরিশাল
এলিমিনেটর মানেই ‘সাডেন ডেথ’ হারলেই বিদায়। আর বিজয়ী দল পাবে ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ। এমন সমীকরণ মাথায় রেখে মাঠে নামছে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলের) অন্যতম শক্তিশালী দুই দল সাকিবের ফরচুন বরিশাল আর সোহানের রংপুর রাইডার্স।
আজ রোববার (১২ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। এলিমিনেটরে মুখোমুখি হওয়ার আগে দু’দলই রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে হারের স্বাদ পেয়েছে। তাই বাঁচা-মরার ম্যাচে হারানো আত্মবিশ্বাস খুঁজে পাওয়ায় একটা বড় চ্যালেঞ্জ এই দুই দলের জন্য।
এর আগে একবার বিপিএলের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল রংপুর। তবে ফাইনালে খেললেও কখনোই বিপিএলের শিরোপা জয়ের স্বাদ নেওয়া হয়নি বরিশালের। তাই এবার সেই আক্ষেপ মেটানোর সুযোগ সাকিবের দলের সামনে।
রাউন্ড রবিন লিগে দু’বারের সাক্ষাতে একবারও জিততে পারেনি রংপুর। দু’বারই সহজে জয় তুলে নেয় সাকিবের দল।
ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মেহেদি হাসান মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদ, ভানুকা রাজাপাকশে, আন্দ্রে ফ্লেচার, ডোয়েন প্রিটোরিয়াস, করিম জানাত, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম ও খালেদ আহমেদ।
রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাইম শেখ, রনি তালুকদার, শামিম পাটোয়ারি, দাসুন শানাকা, হাসান মাহমুদ, ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরান, রকিবুল হাসান, মুজিবুর রহমান ও মেহেদি হাসান।