ঘরের মাঠে সিলেটের জয়, ঢাকার টানা ষষ্ঠ হার
একেকটি ম্যাচ যাচ্ছে, প্রতিপক্ষ বদলাচ্ছে। কিন্তু, বদল হচ্ছে না ঢাকা ক্যাপিটালসের ভাগ্য। তারা মাঠে নামবে, খেলবে আর হারের তিক্ততা নিয়ে খেলা শেষ করবে, এটিই হয়ে আসছে। বিপিএলে নিজেদের ষষ্ঠ ম্যাচে এসেও জয়ের মুখ দেখেনি ঢাকা। আজ শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকা তিন উইকেটে হেরেছে সিলেট স্ট্রাইকার্সের কাছে।
ঘরের মাঠের চেনা দর্শকের সামনে আগের দুই ম্যাচে হেরেছিল সিলেট। আজ আর ভাগ্য মুখ ফিরিয়ে নেয়নি। ঠিকই তুলে নিয়েছে জয়। ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা ঢাকা ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৩ রান। জবাবে ১৮.৪ ওভারে সাত উইকেটে ১৯৫ রান করে সিলেট।
প্রায় ২০০ রানের কাছাকাছি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। মুস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই লেগবিফোর হয়ে বিদায় নেন রাকিম কর্নওয়াল। আরেক ওপেনার জর্জ মানসে আট বলে ১১ রানে সাজঘরে ফেরেন আবু জায়েদ রাহীর শিকার হয়ে।
সিলেটের হাল ধরেন জাকির হাসান। ২৭ বলে সাতটি চার ও তিনটি ছক্কায় ৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন জাকির। সিলেট পায় জয়ের ভিত। মাঝে কয়েকটি উইকেট হারালেও টেলএন্ডারদের দারুণ সব ইনিংসে ঠিকই জয়ের বন্দরে নোঙর করে তারা। রনি তালুকদার ২০ বলে ৩০, জাকের আলী ১৭ বলে ২৪ ও অধিনায়ক আরিফুল হকের ১৫ বলে অপরাজিত ২৮ রানের ইনিংসগুলো সিলেটের জয়ের পথ সুগম করে।
ঢাকার পক্ষে দুটি করে উইকেট নেন ফরমানউল্লাহ ও শুভাম রাজজানি। একটি করে উইকেট পান মুস্তাফিজ, রাহী ও মোসাদ্দেক হোসেন।
এর আগে ব্যাটিংয়ে ছন্দ খুঁজে পান ঢাকার ওপেনার লিটন কুমার দাস। ৪৩ বলে ৭৩ রানে চমৎকার এক ইনিংস উপহার দেন তিনি। রাকিম কর্নওয়ালের বলে লেগ বিফোর হওয়ার আগে লিটন ইনিংস সাজান ১০টি চার ও একটি ছয়ে। অপর ওপেনার তানজিদ তামিমকেও ফেরান রাকিম। জাকের আলীর ক্যাচে পরিণত হওয়া তামিম করেন চার বলে ছয়।
ওয়ানডাউনে নেমে অর্ধশতক তুলে নেন মুনীম শাহরিয়ার। ৪৭ বলে ৫২ রান আসে মুনীমের ব্যাট থেকে। তাকেও সাজঘেরে ফেরান রাকিম। শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারায় ঢাকা। শেষ ১১ রানে তিন উইকেট এবং শেষ ওভারে ঢাকা হারায় দুই ব্যাটারকে। তাই ২০০ রান করার সম্ভাবনা জাগিয়েও থামতে হয় ১৯৩ রানে।
সিলেটের পক্ষে চার ওভারে ২৭ রানে তিন উইকেট নেন রাকিম। একটি করে উইকেট পান তানজিম সাকিব ও রিচি টপলি।