এশিয়া কাপের আগে হাসানকে নিয়ে দুঃসংবাদ
সামনেই এশিয়া কাপ। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে চোটের কারণে আগে থেকেই লিটন দাসকে পাচ্ছে না বাংলাদেশ দল। এর মধ্যে নতুন করে চিন্তা বাড়ালেন তরুণ পেসার হাসান মাহমুদ। আজ শনিবার দলের সঙ্গে অনুশীলনে এসে চোটে পড়েছেন হাসান মাহমুদ।
অনুশীলনের সময় হাসান পায়ের অ্যাঙ্কেলের চোট নিয়ে মাঠ ছাড়েন। ফিল্ডিং অনুশীলনের সময় এ ঘটনা ঘটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী জানান, হাসান অ্যাঙ্কেলে চোট পেয়েছেন। আপাতত তিনি পর্যবেক্ষণে আছেন। এক্সরের রিপোর্ট পাওয়ার পরেই চোট নিয়ে বিস্তারিত জানা যাবে।
আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। টি–টোয়েন্টি সংস্করণের অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। এশিয়া কাপে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী হবে বাছাইপর্ব পেরোনো একটি দল।
দুই ভেন্যুতে পুরো টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ হবে। প্রথম পর্ব শেষে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপরা উঠবে সুপার ফোরে। ৩ সেপ্টেম্বর শুরু সুপার ফোরের চারটি দল লিগপদ্ধতিতে খেলবে। সুপার ফোরের শীর্ষ দুটি দল ১১ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, শারজায় সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর।