এশিয়া কাপে কে কার বিরুদ্ধে খেলবে?
আগামী ২৭ আগস্ট আফগানিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। পরদিনই ভারত-পাকিস্তান মহারণ। ফাইনাল হবে আগামী ১১ সেপ্টেম্বর।
বাংলাদেশ দল মাঠে নামবে ৩০ আগস্ট। প্রতিপক্ষ আফগানিস্তান। গ্রুপ পর্বে লাল-সবুজের দলের দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ম্যাচটি হবে ১ সেপ্টম্বর।
এশিয়া কাপের সূচি :
২৭ আগস্ট, শনিবার, শ্রীলঙ্কা ও আফগানিস্তান : গ্রুপ ‘বি’, দুবাই।
২৮ আগস্ট, রোববার, ভারত ও পাকিস্তান : গ্রুপ ‘এ’ দুবাই।
৩০ আগস্ট, মঙ্গলবার, বাংলাদেশ ও আফগানিস্তান : গ্রুপ ‘বি’, শারজাহ।
৩১ আগস্ট, বুধবার, ভারত ও হংকং : গ্রুপ ‘এ’, দুবাই।
১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, শ্রীলঙ্কা ও বাংলাদেশ : গ্রুপ ‘বি’, দুবাই।
২ সেপ্টেম্বর, শুক্রবার, পাকিস্তান ও হংকং: গ্রুপ ‘এ’, শারজা।
৩ সেপ্টেম্বর, শনিবার, বি-১ বনাম বি-২: সুপার ফোর, শারজাহ।
৪ সেপ্টেম্বর, রোববার, এ-১ বনাম এ-২ : সুপার ফোর, দুবাই।
৬ সেপ্টেম্বর, মঙ্গলবার এ-১ বনাম বি-১ : সুপার ফোর, দুবাই।
৭ সেপ্টেম্বর, বুধবার, এ-২ বনাম বি-২: সুপার ফোর, দুবাই।
৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, এ-১ বনাম বি-২: সুপার ফোর, দুবাই।
৯ সেপ্টেম্বর, শুক্রবার, বি-১ বনাম এ-২ : সুপার ফোর, দুবাই।
ফাইনাল : ১১ সেপ্টেম্বর রোববার, সুপার ফোর প্রথম বনাম সুপার ফোর দ্বিতীয়, দুবাই।