এশিয়া কাপে শতভাগ দেওয়ার অঙ্গীকার বাংলাদেশের
সব অপেক্ষার অবসান হচ্ছে। আজ শনিবার থেকে মাঠে গড়াচ্ছে এশীয় ক্রিকেটের শ্রেষ্ঠাত্বের আসর। টুর্নামেন্টে বাংলাদেশের মিশন শুরু হবে আগামী মঙ্গলবার থেকে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে লড়াই শুরু হবে বাংলাদেশের। এখন দুবাইয়ে প্রস্তুতি সারছে লাল-সবুজের দল। প্রস্তুতির মাঝেই দলের প্রতিনিধি এনামুল হক বিজয় সংবাদমাধ্যমকে জানালেন, টুর্নামেন্টের নিজেদের শতভাগ উজাড় করে দিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ।
আরব আমিরাত থেকে পাঠানো ভিডিও বার্তায় নিজেদের প্রস্তুতি ও পরিকল্পনার কথা বলতে গিয়ে বিজয় বলেছেন, ‘আমরা সবাই মনে করছি, এশিয়া কাপে দারুণ একটি প্রভাব ফেলতে পারব। টিমকে যতটুক দেয়ার সামর্থ্য আছে তার থেকে শতভাগ বেশি দেয়ার চেষ্টা করব সবাই। এই অঙ্গীকার সবাই করেছে এবং এটা বিশ্বাস করি যে আমরা পারব।’
এশিয়া কাপ দিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়েছেন ব্যাটিং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট শ্রীরাম। তাঁর ব্যাপারে বিজয় বলেছেন, ‘আসলে শ্রীরাম আসার পর আমাদের দারুণ একটা মিটিং হয়েছে। বোলিং-ব্যাটিং এবং স্পিন বিভাগ, ফিল্ডিং বিভাগ আমরা কিভাবে কী করব, এটা আসলে আমরা পরিষ্কার মনোভাব নিয়ে আছি। প্রতিটা ক্রিকেটার জানে তাদের কাজটা কী? সাকিব ভাই থেকে শুরু করে টিমের সিনিয়র-জুনিয়র ক্রিকেটার যারা আছে সবাই আন্তরিক ও খুবই মনোযোগী অনুশীলনে। দুই দিন অনুশীলন করে মনে হচ্ছে আমরা খুব ভালো প্রস্তুতি নিচ্ছি। পরিকল্পনা অনুযায়ী কার কি রুটিন, কার কি দায়িত্ব এগুলি খুবই মনোযোগের সঙ্গে করার চেষ্টা করছি।’
এশিয়া কাপের সূচি :
২৭ আগস্ট, শনিবার, শ্রীলঙ্কা ও আফগানিস্তান : গ্রুপ ‘বি’, দুবাই।
২৮ আগস্ট, রোববার, ভারত ও পাকিস্তান : গ্রুপ ‘এ’ দুবাই।
৩০ আগস্ট, মঙ্গলবার, বাংলাদেশ ও আফগানিস্তান : গ্রুপ ‘বি’, শারজাহ।
৩১ আগস্ট, বুধবার, ভারত ও হংকং : গ্রুপ ‘এ’, দুবাই।
১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, শ্রীলঙ্কা ও বাংলাদেশ : গ্রুপ ‘বি’, দুবাই।
২ সেপ্টেম্বর, শুক্রবার, পাকিস্তান ও হংকং: গ্রুপ ‘এ’, শারজা।
৩ সেপ্টেম্বর, শনিবার, বি-১ বনাম বি-২: সুপার ফোর, শারজাহ।
৪ সেপ্টেম্বর, রোববার, এ-১ বনাম এ-২ : সুপার ফোর, দুবাই।
৬ সেপ্টেম্বর, মঙ্গলবার এ-১ বনাম বি-১ : সুপার ফোর, দুবাই।
৭ সেপ্টেম্বর, বুধবার, এ-২ বনাম বি-২: সুপার ফোর, দুবাই।
৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, এ-১ বনাম বি-২: সুপার ফোর, দুবাই।
৯ সেপ্টেম্বর, শুক্রবার, বি-১ বনাম এ-২ : সুপার ফোর, দুবাই।
ফাইনাল : ১১ সেপ্টেম্বর রোববার, সুপার ফোর প্রথম বনাম সুপার ফোর দ্বিতীয়, দুবাই।