এশিয়া কাপ ইস্যুতে যা বলল বিসিবি
চলতি বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপের এবারের আসর। ছয় দলের টুর্নামেন্ট বসবে পাকিস্তানে। তবে, ভারত-পাকিস্তানের বিরোধী অবস্থানে ঝুলে আছে টুর্নামেন্টের ভাগ্য। খেলোয়াড়দের নিরাপত্তা ইস্যু দেখিয়ে পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড চায়, এশিয়া কাপ অন্য দেশে আয়োজন করা হোক।
নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজন করা নিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পাকিস্তানকে অনানুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছিল। তবে, সঙ্গত কারণেই পাকিস্তান সেটি মেনে নেয়নি। ভারতকে তারা বিকল্প প্রস্তাব দিয়েছিল। তারা চেয়েছিল, ভারত ছাড়া বাকি দেশগুলো পাকিস্তানে খেলবে। ভারত নিজেদের ম্যাচগুলো অন্য দেশে খেলবে। তবে, এতে রাজি হয়নি ভারত।
এদিকে, নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপের এবারের আসর না হলে, পাকিস্তানকে ছাড়াই এশিয়া কাপের বাকি পাঁচ দলকে নিয়ে একটি টুর্নামেন্ট খেলতে চায় ভারত।
এই অবস্থায় প্রশ্ন আসে, বাংলাদেশ কোন দিকে যাবে? কাদেরই বা পক্ষ নেবে? এশিয়া কাপ নিয়ে ডালপালা মেলা প্রশ্নগুলোর উত্তর দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।
আজ মঙ্গলবার (২ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, ‘এশিয়া কাপের পুরো বিষয়টাই দেখছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মন্তব্য করার জায়গাটা খুব সীমাবদ্ধ। আমরা এশিয়া কাপে অংশগ্রহণকারী দেশ। এসিসি যে সিদ্ধান্ত দেবে, যেখানে খেলা হবে আমরা সেখানেই খেলব।’
এশিয়া কাপ নিয়ে দুই প্রতিবেশী দেশের পরিস্থিতি বেশ ঘোলাটে হয়ে উঠেছে। পরোক্ষভাবে চলে এসেছে বাংলাদেশের নামও। সামনে কী হয়, তা দেখতে এখন সময়ের অপেক্ষা।