এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে সাকিবের, বলছেন ওয়াটসন
অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন মনে করেন, সাকিব আল হাসনকে আরও একবার অধিনায়ক হিসাবে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ অধিনায়কের নেতৃত্বে লাল-সবুজের দল উন্নতি করতে পারে বলেও মনে করেন তিনি।
আইসিসি রিভিউতে ওয়াটসন বলেছেন, ‘সাকিবের মানের একজন নেতা পেলে আমি মনে করি এটি তাদের দলের শক্তি বাড়বে। তিনি অনেক অভিজ্ঞ। তিনি অনেকবার বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন। অনেক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও তিনি অধিনায়কত্ব করেছেন, বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে।’
এরপর বিশ্বকাপে সাকিবকে নিয়ে প্রত্যাশার কথা শোনান ওয়াটসন। তিনি জানান, বিশ্বকাপে ও এশিয়া কাপে সাকিব রাজত্ব না করলে তিনি অবাক হবেন। ওয়াটসনের ভাষায়, ‘চাপের মুখে তার সিদ্ধান্তগুলো দলের জন্য অনেক মূল্যবান হয়। তার নিজেকে প্রমাণের একটা বিষয়ও আছে। আর বিশ্বমানের একজন ক্রিকেটারের যদি নিজেকে প্রমাণ করার থাকে এবং সফল হওয়ার দৃঢ়তা থাকে, তাহলে ওই ক্রিকেটার দাপুটে পারফরম্যান্স করে। সেই দৃষ্টিকোণ থেকে, সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপে রাজত্ব না করলে আমি খুব অবাকই হব।’
অসি তারকা আরও বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট খেলার দৃষ্টিকোণ থেকে বলতে পারি, অলরাউন্ডারের কাজটা খুব চ্যালেঞ্জিং। যখন আপনি দিনের পর দিন খেলবেন তখন নিজের যত্ন নিতে হয় এবং শক্তি সংরক্ষণ করতে হয়। আর ব্যাটিংয়ের দৃষ্টিকোণ থেকে দেখলে দীর্ঘ সময় ধরে শারীরিক ও মানসিক শক্তি বজায় রাখতে হয়। সাকিব ঠিক এটিই করেছে।’