ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট থেকে বাদ পড়লেন ইয়াসির
পিঠের ইনজুরির কারণে ইয়াসির আলী রাব্বি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকে বাদ পড়েছেন। আগামীকাল বৃহস্পতিবার প্রথম টেস্ট শুরু হবে। দলের ফিজিও বায়েজেদুল ইসলাম জানিয়েছেন, ২৬ বছর বয়সী এই ব্যাটার পিঠের ব্যথায় ভুগছেন।
বায়েজেদুল ইসলাম বলেন, ‘এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে প্রায় দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। তাই টেস্ট সিরিজে তাকে পাওয়া যাবে না।’
গত ১০ জুন ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে বাংলাদেশের তিন দিনের অনুশীলন ম্যাচের প্রথম দিনে চোট পেয়েছিলেন ইয়াসির।
ইয়াসির এখন পর্যন্ত পাঁচটি টেস্ট খেলে ২৪.৫০ গড়ে ১৯৬ রান করেছেন। ইয়াসির এ বছরের শুরুতে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাতে ভালো খেলেছিলেন। পরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সাকিবের ফিরে আসায় তাঁকে দলের বাইরে রাখা হয়।
ফিট থাকলে মুশফিকুর রহিমের জায়গায় ইয়াসির খেলতে পারতেন। ইয়াসিরের জায়গায় নতুন কারো নাম ঘোষণা করা হয়নি।
নুরুল হাসান সোহান ঘরোয়া আসরে খেলে টেস্ট দলে ফিরেছিলেন। ব্যাটিং লাইনে পাঁচ নম্বরে তাঁকে বিকল্প বলে মনে করা হচ্ছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট আগামীকাল বৃহস্পতিবার অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে। দ্বিতীয় টেস্ট ২৪ জুন সেন্ট লুসিয়াতে শুরু হবে।
বাংলাদেশ টেস্ট দল : মুমিনুল হক, তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইবাদত হোসেন, শহিদুল ইসলাম ও রেজাউর রহমান রাজা।