ওয়ানডেতে তামিমের ফিফটির হাফসেঞ্চুরি
সিরিজের প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিলেন তামিম ইকবাল। খেলেছিলেন ১৩ রানের ইনিংস। তবে দ্বিতীয় ম্যাচে আর কোনো ভুল নয়। তিনিই হয়ে উঠলেন দলের আস্থা। ওপেনিংয়ে নেমে ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম হাফসেঞ্চুরি তুলে নিলেন বাংলাদেশ দলের অধিনায়ক।
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করলেন ওয়ানডেতে ফিফটির হাফসেঞ্চুরি। বাংলাদেশের হয়ে ৪৮ ফিফটি নিয়ে দুইয়ে আছেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিমের ফিফটি ৩৯টি, মাহমুদউল্লাহর ২২টি।
ইনিংসের শুরুতেই শূন্য হাতে বিদায় নেন ডানহাতি ওপেনার লিটন দাস। দ্বিতীয় উইকেটে সৌম্য সরকারকে নিয়ে সেই ধাক্কা কাটিয়ে ওঠেন তামিম। দ্বিতীয় জুটিতে ১১৬ বলে ৮১ রান করেন তাঁরা। এরপর ২০তম ওভারে সৌম্য ফিরলে মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বাঁধেন তামিম। মিচেল স্যান্টনারের বলে স্টাম্পড হয়ে ফিরেছেন ৩২ রান করা সৌম্য। এরপর ৮৪ বল খেলে তামিম তুলে নেন ব্যক্তিগত হাফসেঞ্চুরি। তাঁর ব্যাটে ভর করে লড়াই করছে বাংলাদেশ।
আজ মঙ্গলবার ক্রাইস্টচার্চে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ৭টায়। এই ম্যাচেও টস ভাগ্য জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি।
ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই রানের খাতা খোলার আগে বিদায় নেন লিটন দাস (০)। ওভারের চার নম্বর বলে ম্যাট হেনরিকে পুল করতে গিয়ে ক্যাচ তুলে দেন ডানহাতি এই ব্যাটসম্যান। এর আগে গত ম্যাচে ১৯ রান করেছিলেন তিনি।
ম্যাচটিতে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। একাদশে ঢুকেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। চোটের কারণে ছিটকে গেছেন তরুণ পেসার হাসান মাহমুদ।