ওয়েস্ট ইন্ডিজ সিরিজে গ্যালারিতে দর্শক থাকবে?
ঘরের মাঠে আর কদিন বাদে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। দীর্ঘদিন পর ক্রিকেট ফিরছে মাঠে, তাই দর্শকদের বেশ আগ্রহ সিরিজটি নিয়ে। কিন্তু করোনাকালে গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ মিলবে কি না, সেটি এখন বড় প্রশ্ন। হতাশার খবর হলো, আপাতত গ্যালারিতে দর্শক ফেরানোর সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। তবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে বিসিবি)।
করোনার বিরতি কাটিয়ে সফলভাবে দুটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। একটি হলো বিসিবি প্রেসিডেন্টস কাপ, অন্যটি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। কিন্তু দুটিতেই দর্শক ঢোকার অনুমতি দেয়নি বিসিবি। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক সিরিজে দর্শক ঢুকতে দেবে কি না, সেটা নিয়ে চলছে আলোচনা।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডয়ামে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘এখনো আমরা দর্শকবিহীন ম্যাচ আয়োজনের পরিকল্পনায় আছি। তা নিয়ে আলোচনা চলছে, এখনো সময় আছে। তবে দর্শক ছাড়াই আয়োজন হতে পারে।’
আগামীকাল রোববার বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ২০ ও ২২ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম দুটি ওয়ানডে। ২৫ জানুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, ১১ ফেব্রুয়ারি থেকে।