কঠিন সময় যাচ্ছে : নিউজিল্যান্ড থেকে সুজন
ক্রিকেটে খুব বাজে সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থ হওয়ার পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষেও টানা দুই সিরিজে হেরেছে বাংলাদেশ। টানা পরাজয়ের গ্লানি নিয়ে এবার নিউজিল্যান্ড সফরে গেছে মুমিনুল হকের দল। দলের সঙ্গে আছেন ডিম ডিরেক্টর এবং বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন। সেখান থেকেই এক ভিডিও বার্তায় বর্তমানের কঠিন বাস্তবতা কাটিয়ে ওঠার আশ্বাস দেন বিসিবির এ পরিচালক।
নিউজিল্যান্ডে প্রথম দিনের কোয়ারেন্টিনে থেকে এক ভিডিও বার্তায় খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আজ কোয়ারেন্টিনের প্রথম দিন। সকালে নাস্তার পর দুই ডাক্তার, নার্স এসেছিলেন। জ্বর মেপেছেন। কাল যখন প্রথম এখানে এসে সবাই সবার রুমে যাই, এর পর আর কারও সঙ্গে দেখা হয়নি। দু-একজনের সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে। এ ছাড়া সব ঠিক আছে।’
এরপর বিসিবির এ পরিচালক বলেন, ‘কঠিন সময় যাচ্ছে, পাকিস্তান সিরিজ থেকে কঠিন সময় যাচ্ছে। আরও দুই-তিন দিন কষ্ট করতে হবে। তারপর আমরা গ্রুপ হিসেবে অনুশীলন করতে পারব। আশা করছি সব ঠিক হয়ে যাবে।’
করোনার মহামারির মধ্যে এ নিয়ে দ্বিতীয় বার নিউজিল্যান্ড সফরে গেল বাংলাদেশ। এর আগে গত ফেব্রুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ দল। এবার গেল সাদা-পোশাকের ক্রিকেট খেলতে।
সূচি অনুযায়ী, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে গিয়েছে বাংলাদেশ দল। নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হবে দুদলের লড়াই।
২০২২ সালের ১ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট। প্রথম ম্যাচটি হবে মাউন্ট মঙ্গানুইতে। এরপর ৯ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট। সেটি হবে ক্রাইস্টচার্চে। টেস্ট সিরিজের দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।