করোনামুক্ত হলেন সাকিব
এই কদিন আগে ঢাকা প্রিমিয়ার লিগ শেষে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব আল হাসান। গত সোমবার দেশে ফিরেন তিনি। দেশে ফেরার পর পরীক্ষায় করোনা পজিটিভ হন তিনি। এই কদিন আইসোলেশনে ছিলেন তিনি। আশার খবর বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার করোনামুক্ত হয়েছেন।
আজ শুক্রবার জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন সাকিবের করোনামুক্ত হওয়ার খবর। এখন শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
অবশ্য বিসিবি সূত্রে জানা গেছে, সাকিব নাকি চট্টগ্রাম টেস্টে খেলতে চান। আজ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তাঁর।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট হবে আগামী ১৫-১৯ মে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ম্যাচটি। আর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩-২৭ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।