করোনায় যুবাদের ম্যাচ পরিত্যক্ত, সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
নভেল করোনাভাইরাসের কারণে যুব এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার গ্রুপ পর্বের শেষ ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। আজ মঙ্গলবার ম্যাচ শুরুর পর খেলাটি পরিত্যক্ত হয়। সেই সঙ্গে নিশ্চিত হলো সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ। সেমিতে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেল বাংলাদেশের যুবারা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ ‘বি’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩২.৪ ওভারে ৪ উইকেটে ১৩০ রান তোলে বাংলাদেশ। এরপরই ম্যাচ বাতিলের খবর আসে।
এক টুইট বার্তায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানায়, এই ম্যাচের দুই জন ম্যাচ অফিসিয়াল করোনা পজিটিভ হয়েছেন। অবশ্য তাঁরা ভালো আছেন। টুর্নামেন্টের প্রোটোকল অনুযায়ী তাদের চিকিৎসা চলছে।
ম্যাচ বাতিলের পর সবার করোনা পরীক্ষা করা হয়েছে। এর ফল না আসা পর্যন্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছে এসিসি।
আট দলের এই টুর্নামেন্টে তিন ম্যাচে দুই জয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এই গ্রুপ থেকে সমান জয় নিয়ে রানরেটে পিছিয়ে দ্বিতীয় হয়েছে শ্রীলঙ্কা।
আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে সেমির লড়াই। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। একই দিনই দ্বিতীয় ম্যাচে ‘এ’ গ্রুপের রানার্সআপ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনাল হবে আসন্ন বছরের প্রথম দিন।