কাতারের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে নেদারল্যান্ডস
আল বাঈত স্টেডিয়ামে 'এ'- গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস। এই ম্যাচটি জিতলেই নকআউট পর্ব নিশ্চিত কমলা সৈন্যরাদের। সেই লক্ষ্যে মাঠে নেমে প্রথমার্ধেই কোডি গ্যাকপোর একমাত্র গোলে লিড নিয়েছে নেদারল্যান্ডস।
এদিন ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলে ডাচরা। কাতারের গোলমুখে ৯টি শট নেয় তারা। যাতে অন টার্গেট শট দুটো। ২৬তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে কাতারের রক্ষণ ভেঙে গোল করেন গ্যাকপো। ৩৩ মিনিটে সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয় কাতার।
৫-৩-২ ফর্মেশনে পুরোপুরি ডিফেন্সিভ দল সাজিয়েও হোল আটকাতে ব্যর্থ হয় কাতার। অপরদিকে ৩-৪-১-২ ফরম্যাটে মাঝমাঠের দখল নিয়ে এগিয়ে যাবার ছক কষে নেদারল্যান্ডস। ফলও পায় প্রথমার্ধজুড়ে আধিপত্য ধরে রেখে। প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকটি সুযোগ পায় নেদারল্যান্ডস।
৬৬ শতাংশ বল পজিশন দখলে রেখে আক্রমণ সাজায় নেদারল্যান্ডস। তবে ম্যাচের প্রথম হাফেই ফাউলের ছড়াছড়ি দেখে আল বাঈতের দর্শকরা। নেদারল্যান্ডসের ৮ ফাউলের বিপরীতে কাতার করে ৫টি ফাউল।
পরের হাফে ম্যাচ দখল করতে চাইবে দুই দলই। নেদারল্যান্ডসের পরের পর্ব অনেকটা নিশ্চিত, যেখানে কাতারের বিদায় ঘন্টা প্রায় বেজে গেছে।