কাতার বিশ্বকাপের সবচেয়ে দামি দল কাদের?
বিশ্বকাপের ডামাডোল বাজছে। সেটি আবার একইসাথে ক্রিকেট ও ফুটবলের। অস্ট্রেলিয়ায় শেষের পথে টি-টোয়েন্টি বিশ্বকাপ, আর কাতারে শুরুর পথে ফুটবল বিশ্বকাপ। খেলা-পাগল বাঙালির যেন এক মহানন্দ।
ক্রিকেট যেহেতু শেষের দিকে তাই ফুটবলে আসা যাক। এবার বিশ্বকাপে টাকার অংকে কোন দল সবচেয়ে দামি বা মূল্যবান? ভেবেছিলেন প্রথম দিকে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা থাকবে? না, সেটি হয়নি। দামি দলের তকমা লাগিয়ে প্রথম সারিতে রয়েছে ইংল্যান্ড এবং তার পরেই ফ্রান্স।
জার্মানভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফরমারক্ট থেকে খেলোয়াড়দের বাজার মূল্যের ডেটা ব্যবহার করে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে, বিশ্বকাপে সবচেয়ে মূল্যবান স্কোয়াড হবে ইংল্যান্ডের। থ্রি লায়ন্সের একাধিক খেলোয়ার রয়েছেন, যাদের মূল্য ৮০ মিলিয়ন ইউরোর বেশি (৮০০ কোটি টাকার বেশি)। এর মধ্যে হ্যারি কেইন, ফিল ফোডেন এবং জেডন সানচো রয়েছেন। ইংল্যান্ডের স্কোয়াড মূল্য ১.৩৫ বিলিয়ন ইউরো (সাড়ে ১৩ হাজার কোটি টাকার বেশি)।
পরবর্তী সবচেয়ে মূল্যবান স্কোয়াড ফ্রান্সের। মূলত কিলিয়ান এমবাপ্পে, ত্রিস্তোফা এনকুনকু, রাফায়েল ভারানে, কিংসলে কোমান এবং জুল কুন্দের মতো খেলোয়াড়দের কারণে ফ্রান্সের স্কোয়াড মূল্যবান। তাঁদের মূল্য ১.১৩ বিলিয়ন ইউরো (১১ হাজার কোটি টাকার বেশি)।
এছাড়া ব্রাজিলের মূল্য ১০ হাজার কোটি টাকার উপরে (১.০৬ বিলিয়ন ইউরো) এবং আর্জেন্টিনার ৭৬৪.৫ মিলিয়ন ইউরো। কাতার বিশ্বকাপে সবচেয়ে মূল্যবান খেলোয়ার কে? তিনি হলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। তাঁর ব্যক্তিগত মূল্য ১৬০ মিলিয়ন ইউরো (১ হাজার ৬০০ কোটি টাকার বেশি)। নরওয়ের স্ট্রাইকার এরলিং হল্যান্ডের মূল্যও ১ হাজার কোটি টাকার উপরে।
টাকার মূল্যে কয়েকটি শ্রেষ্ঠ দল
১. ইংল্যান্ড : ১.৩৫ বিলিয়ন ইউরো
২. ফ্রান্স : ১.১৩ বিলিয়ন ইউরো,
৩. ব্রাজিল : ১.০৬ বিলিয়ন ইউরো
৪. স্পেন : ১.০৩ বিলিয়ন ইউরো
৫. জার্মানি : ১.০২ বিলিয়ন ইউরো
৬. পর্তুগাল : ৯৩৮ মিলিয়ন ইউরো
৭. আর্জেন্টিনা : ৭৬৪ মিলিয়ন ইউরো প্রায়।