কানাডায় খেলবেন না নাদাল
সম্প্রতি চোটে আক্রান্ত হয়েছেন রাফায়েল নাদাল। পেটের পেশির চোটের কারণে মন্ট্রিল মাস্টার্স টুর্নামেন্টে খেলবেন না তিনি। এরই মধ্যে নাম প্রত্যাহার করে নিয়েছেন স্প্যানিশ তারকা।
সিবিএস স্পোর্টসের খবরে জানা গেছে, ইনজুরিতে পড়ে উইম্বলডনের সেমিফাইনালেও খেলতে পারেননি নাদাল। এ বছর গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৯টি ম্যাচ খেলে সবকটিতেই জয়ী হয়েছেন নাদাল।
এ বছর অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেন জিতেছেন নাদাল। তাই রেকর্ড ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি।
মন্ট্রিলে এর আগে পাঁচটি শিরোপা জিতেছেন নাদাল। এক বিবৃতিতে নাদাল বলেন, ‘বেশ কিছুদিন ধরেই আমি অনুশীলন চালিয়ে যাচ্ছি। গতকাল স্বাভাবিক অনুশীলন সেশনের পর হঠাৎ করেই পেটে কিছুটা অস্বস্তি অনুভব করি, যা আজও আছে। চিকিৎসকের সঙ্গে আলোচনার পর আমাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
মন্ট্রিল মাস্টার্সের ড্র’তে নাদালের স্থলাভিষিক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাককেঞ্জি ম্যাকডোনাল্ড।
আগামী ৫-১৪ আগস্ট মন্ট্রিল মাস্টার্স। ভ্যাকসিন না নেওয়ার কারণে এই আসরে খেলবেন না নোভাক জকোভিচ।
স্পেনের দৈনিক মার্কার খবরে জানা গেছে, জকোভিচ এখনো করোনার টিকা দেননি। টিকা না দিলে কানাডায় যাওয়া প্রত্যেক বিদেশিকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হয়।